সিটি, রিয়াল, পিএসজি বা বায়ার্ন নয়—ইউরোপের শীর্ষ ৫ লিগে এখনো হারেনি যে দল

গতকাল রাতে শেষ মুহূর্তের গোলে অসবার্গকে হারিয়েছে লেভারকুসেনএএফপি

ইউরোপে শীর্ষে পাঁচ লিগেই মৌসুমের অর্ধেক ম্যাচ শেষ। এর মধ্যেই বেশ কয়েকটি দল উত্থান–পতন দেখে ফেলেছে। কেউবা ছুটছে দুরন্ত গতিতে। এর মধ্যে মাত্র একটিই দল আছে, যারা এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি। অপরাজিত থাকা দলটি কারা হতে পারে—প্রশ্নে অনেকের মনে আসতে পারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, পিএসজি বা জুভেন্টাসের নাম। কিন্তু কিছুটা অবাক করার মতো হলেও সত্য যে তাদের কেউই এখন পর্যন্ত মৌসুমে অপরাজিত নেই।

ইউরোপ বা অন্য প্রতিযোগিতা বাদ দিলেও এই বড় দলগুলোর সবাই লিগে ম্যাচ হেরেছে। তবে এমন প্রতিযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতার ভিড়েও যে দলটি এখনো অপরাজিত, তাদের হয়তো মৌসুমের শুরুতে কেউ বিবেচনাতেই আনেনি। দলটি বায়ার লেভারকুসেন, জাবি আলোনসোর জাদুকরি স্পর্শে বদলে যাওয়া এক দল। যারা এখন পর্যন্ত চলতি মৌসুমে ২৬ ম্যাচ খেলে একটিতেও হারেনি। সর্বশেষ গতকাল রাতে অসবার্গকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে তারা।

আরও পড়ুন

স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে। লা লিগায় ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষেও আছে তারা। কিন্তু লা লিগায় শীর্ষে থাকা রিয়াল ১৯ ম্যাচের ১৫টিতে জিতলেও ৩টিতে ড্র করেছে এবং ১টিতে হেরে গেছে। লা লিগায় রিয়ালের একমাত্র হারটি নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

চলতি মৌসুমে ২৭ ম্যাচে এটিই অবশ্য রিয়ালের একমাত্র হার। কার্লো আনচেলত্তির দল চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ছয় ম্যাচের ছয়টিতেই জিতেছে। জয় পেয়েছে কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের ম্যাচেও। অন্য দিকে লা লিগার অন্য পরাশক্তি বার্সেলোনা লিগেই হেরেছে ২ ম্যাচ।

লেভারকুসেনকে বদলে দেওয়া জাবি আলোনসো
এএফপি

গত মৌসুমে ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটির অবস্থা অবশ্য এ পরিসংখ্যানে আরও খারাপ। প্রিমিয়ার লিগেই তারা হেরেছে ৩ ম্যাচে। প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ম্যাচ হেরেছে শীর্ষে থাকা লিভারপুল। এখন পর্যন্ত ১টি ম্যাচে হেরেছে ‘অল রেড’রা। সেই হারটি ছিল টটেনহামের বিপক্ষে। চলতি মৌসুমে ৩১ ম্যাচে মাঠে নেমে এই একটি হারই দেখেছে অ্যানফিল্ডের ক্লাবটি।

আরও পড়ুন

বুন্দেসলিগায় এক ম্যাচ হেরেছে বায়ার্ন মিউনিখ। লিগে বাভারিয়ান পরাশক্তিদের সেই হারটি অবশ্য লেভারকুসেনের বিপক্ষে নয়। লেভারকুসেনের সঙ্গে ২–২ ব্যবধান ড্র করা দলটি আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরেছিল ৫–১ গোলে। একইভাবে ফরাসি লিগ ‘আঁ’তে এক ম্যাচে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ থাকা পিএসজি। তারা অবশ্য চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও হেরেছে দুই ম্যাচে।

অন্য দিকে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য লেভারকুসেন ২৬ ম্যাচের কোনোটিতেই হারেনি। বুন্দেসলিগায় ১৭ ম্যাচে ১৪ জয়ের বিপরীতে আছে ৩ ড্র। এ ছাড়া ইউরোপা লিগের গ্রুপ পর্বে ৬ ম্যাচের ৬টিতেই জিতেছে তারা। জয় পেয়েছে জার্মান কাপে খেলা তিন ম্যাচেও। সব মিলিয়ে এ মৌসুমে লেভারকুসেন এখনো অজেয় দল।