২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে ভিএআরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লিভারপুল, লাভের তালিকায় আর্সেনাল–ইউনাইটেড

ভিএআরের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিভারপুলএএফপি

ভিএআর সমস্যা নাকি সমাধান? এমন প্রশ্ন কেউ চাইলে এখন করতেই পারেন।
চলতি মৌসুমে ভিআরকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক বিতর্ক। এমনকি ভিএআর বদলে দিয়েছে ম্যাচের ফলও। ফলে যে ভিএআরকে ভুল সিদ্ধান্ত বদলানোর জন্য আনা হয়েছে, সেটিই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি ইএসপিএনের এক হিসাবে দেখা গেছে, ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ভিএআরের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিভারপুল। এ মৌসুমের ভিএআরের ভুল নিয়ে প্রিমিয়ার লিগের প্রধান ফুটবল কর্মকর্তা টনি স্কোলস বলেছেন, অনেক বেশি যাচাইয়ের কারণে সময়ও নিচ্ছে অনেক বেশি, যা ভিডিও পর্যালোচনা পদ্ধতিরও ক্ষতি করছে।

আরও পড়ুন

দুই সপ্তাহ আগে ইএসপিএন জানিয়েছিল, একই সময়ে ২০২২–২৩ মৌসুমের তুলনায় এ মৌসুমে ভুলের পরিমাণ ২৫ থেকে ২০–এ নেমে এসেছে। তবে গত বছরের ৩০ সেপ্টেম্বর ভুলবশত টটেনহামের বিপক্ষে ম্যাচে লুইস দিয়াজের গোল বাতিলের পর থেকে ভিএআর পর্যালোচনার সময় অনেক বেশি বেড়ে গেছে।

স্কোলসের মতে, দেরির কারণে ম্যাচ বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মাঠে সমর্থকদের খেলা দেখার অভিজ্ঞতাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। দুটি ক্ষেত্রেই প্রিমিয়ার লিগ বিশেষভাবে উন্নতি করতে চায়। তবে আগামী মৌসুমে আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি চালু করার যে পরিকল্পনা তা এখনো অনুমোদিত হয়নি বলেও মন্তব্য করেছেন স্কোলস। এই প্রযুক্তির সামগ্রিক কার্যকারিতা নিয়ে তৈরি হওয়া দ্বিধা থেকে এখনো বেরোতে পারেনি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

ভিএআর নিয়ে চলছে বিতর্ক
রয়টার্স

ইএসপিএন বলছে, এ মৌসুমে ভিএআরের ভুলে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে তাদের বিরুদ্ধে ভিএআর ভুল করেছে চারবার। ব্রাইটন ও উলভারহ্যাম্পটন তিনবার করে ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে। এ ছাড়া আর্সেনাল ও অন্য আট ক্লাব একবার করে ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে।

অন্যদিকে ভিএআরের কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছে অ্যাস্টন ভিলা। ভিএআরের ভুলে তিনটি সিদ্ধান্ত তাদের পক্ষে গেছে। বাকি দলগুলোর মধ্যে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড ও নটিংহাম ফরেস্ট দুবার করে ভুল সিদ্ধান্তের কারণে উপকৃত হয়েছে।

আরও পড়ুন

ভিএআর নিয়ে বিতর্কের পর এ কার্যকারিতা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। তবে সামনে আরও উন্নতি করার কথা জানিয়েছেন স্কোলস। তিনি বলেছেন, ‘আরও বেশি উন্নতি করা সব সময় জরুরি। আমি নিজের ক্লাব অভিজ্ঞতা দিয়ে জানি যে একটি ভুল সিদ্ধান্ত ব্যাপকভাবে ক্ষতির মুখে ফেলতে পারে।’