‘বরফ থেরাপি’ নিয়েই কি বদলে গেছেন রাশফোর্ড

দারুণ ছন্দে আছেন মার্কাস রাশফোর্ডছবি : টুইটার

কখনো প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ার পর গুবলেট পাকিয়েছেন, কখনো নিয়েছেন লক্ষ্যভ্রষ্ট শট। আবার কখনো কখনো পড়েছেন অফসাইডের ফাঁদে।

এই তো কয়েক মাস আগেও প্রায় প্রতি ম্যাচেই এভাবে গোলের সুযোগ নষ্ট করে ট্রলের শিকার হতেন মার্কাস রাশফোর্ড। সেই রাশফোর্ডই বিশ্বকাপের পর কী করে যেন বদলে গেলেন। বদলে যাওয়ার শুরু অবশ্য বিশ্বকাপেই। যেটির ধারাবাহিকতা ধরে রেখেছেন ঘরোয়া ফুটবলেও।

কাতার থেকে ফেরার পর ম্যানচেস্টার ইউনাইটেডে গোলের পর গোল করে যাচ্ছেন। দলকে জেতাতে যেমন বড় ভূমিকা রাখছেন, ঠিক তেমনি হারের ম্যাচেও গোল করছেন ২৫ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড।

আরও পড়ুন

সর্বশেষ পরশু রাতে ইংলিশ লিগ কাপে (কারাবাও কাপ নামে পরিচিত) সেমিফাইনালের প্রথম লেগে ইউনাইটেডের প্রথম গোলটি করেছেন রাশফোর্ড। কাতার বিশ্বকাপের পর এটি তাঁর দশম গোল, যা ইউরোপের শীর্ষ লিগগুলোতে কারও সর্বোচ্চ।

তা হঠাৎ কী করে নিজেকে বদলে ফেললেন রাশফোর্ড? সরাসরি রহস্য ভেদ না করলেও উত্তরটা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ছবির মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছেন ইউনাইটেডের ‘নাম্বার টেন’।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নটিংহাম ফরেস্টের বিপক্ষে পরশু খেলতে নামার আগে ‘বরফ থেরাপি’ নিয়েছেন রাশফোর্ড। এই চিকিৎসা নিতে মোববার্লের হেলথ ক্লাবে গিয়েছিলেন তিনি। গত মাসে এটি যুক্তরাজ্যের সেরা ব্যায়ামাগারের স্বীকৃতি পেয়েছে। হেলথ ক্লাবটির খুব কাছেই নতুন বাড়ি বানাচ্ছেন রাশফোর্ড। ইউনাইটেডের সাবেক তারকা ওয়েইন রুনির বাড়িও একই এলাকায়।

আরও পড়ুন

মাইনাস ১৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শীতল চেম্বারে গিয়ে নিজেকে চাঙা করে তুলতে রাশফোর্ডের খরচ পড়েছে ৬৫ লাখ ৬৪ হাজার টাকা। এই থেরাপি নেওয়ার পরেই নটিংহামের বিপক্ষে একক নৈপুণ্যে দারুণ এক গোল করেন ব্রিটেনের রানির সম্মাননা পাওয়া এই তারকা।

বরফ থেরাপি নিচ্ছেন রাশফোর্ড
ছবি : ইনস্টাগ্রাম

রাশফোর্ডের পোস্ট করা ছবিতে দেখা গেছে, শীতল চেম্বারের ভেতর পুরো শরীর রেখে চোখ দুটি বন্ধ করে দাঁড়িয়ে আছেন তিনি। সে সময় ওই ঘরের তাপমাত্রা ছিল মাইনাস ১১৩ ডিগ্রি সেলসিয়াস। যা কি না মাইনাস ১৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। ক্যাপশনে রাশফোর্ড শুধু একটি শব্দ লিখেছেন, ‘আরোগ্য।’

বরফ–শীতল চেম্বারে শরীর চাঙা করে তোলার এ পদ্ধতিকে বলা হয় ‘ক্রায়োথেরাপি’। কেউ কেউ এটাকে ‘বরফ থেরাপি’ও বলে থাকেন। অন্তর্বাস ছাড়া বাকি সব পোশাক খুলে চেম্বারে যেতে হয়।

অত্যধিক ঠান্ডায় একজন মানুষ সেখানে ৩ মিনিটের বেশি টিকে থাকতে পারেন না। তরল নাইট্রোজেন ও বিদ্যুতের মাধ্যমে উচ্চ শীতলীকরণ ব্যবস্থা তৈরি করে এই ‘ক্রায়োথেরাপি’ দেওয়া হয়। এর বেশ কয়েকটি উপকারিতা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো মাংসপেশির ব্যথা প্রশমন, ওজন হ্রাস, রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক রাখা, উদ্বেগ ও বিষণ্নতা দূরীকরণ।

আরও পড়ুন

ক্রিস্টিয়ানো রোনালদোও তাঁর ছেলের সঙ্গে বরফ থেরাপি নিয়েছেন। সে সময় তিনিও ওল্ড টাফ্রোর্ডের ক্লাবটিতে খেলতেন। এই থেরাপি নিতে পর্তুগিজ মহাতারকার খরচ হয়েছিল ৫৮ লাখ টাকা। ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড রিয়াদ মাহরেজকেও বরফ থেরাপি নিতে দেখা গেছে।