১০ সপ্তাহ মাঠের বাইরে মার্শিয়াল

সফল অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়ালরয়টার্স

ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর একাদশে অনেক দিন ধরেই অনিয়মিত অ্যান্থনি মার্শিয়াল। ফরাসি এই স্ট্রাইকারের এবারের মৌসুমেও মাঠে নামার সুযোগ হয়েছে কম। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচের মধ্যে ১২টিতেই নেমেছেন বদলি হিসেবে, গোল পেয়েছেন মাত্র ২টি।

এত কম সময় খেলে, দলের হয়ে এত কম অবদান রাখলেও চোটে পড়েছেন মার্শিয়াল। কুঁচকির চোটের কারণে গত ৯ ডিসেম্বরের পর আর মাঠে নামতে পারেননি। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে সেদিন ম্যাচের ৫৬ মিনিটে তাঁকে তুলে নেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সেদিন বোর্নমাউথের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় ইউনাইটেড।

চোট থেকে সেরে উঠতে মার্শিয়ালকে শেষ পর্যন্ত চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে। নিজেদের ওয়েবসাইটে ২৮ বছর বয়সী স্ট্রাইকারের অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ, ‘ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল কুঁচকির চোটে পড়েছিলেন। তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। পুনর্বাসনের জন্য তিনি ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন।’

কুঁচকির চোটে পড়েছিলেন অ্যান্থনি মার্শিয়াল
এক্স

২০১৫ সালে এএস মোনাকো ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন অ্যান্থনি মার্শিয়াল। ক্লাবটির বর্তমান স্কোয়াডের বিদেশি খেলোয়াড়দের মধ্যে তিনিই সবচেয়ে পুরোনো।

তাঁকে এত বছর ধরে বয়ে বেড়ালেও ক্লাবের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে রেড ডেভিলদের হয়ে ৩১৭ ম্যাচে করেছেন ৯০ গোল। টেন হাগ কোচ হয়ে আসার পর শুরুর একাদশে একদমই অনিয়মিত হয়ে পড়েছেন।

আরও পড়ুন

আগামী জুনেই ইউনাইটেডের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরোবে। ক্লাবটি এরপর তাঁকে ছেড়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

টেন হাগের শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন মার্শিয়াল
এএফপি

এ মৌসুমে খেলোয়াড়দের চোট ইউনাইটেডকে বেশ ভোগাচ্ছে। মার্শিয়াল চোটের তালিকা আরও লম্বা করলেন। এ মুহূর্তে ক্লাবটির চোটে পড়া খেলোয়াড়দের তালিকায় আরও আছেন টাইরেল মালাসিয়া, লুক শ, ম্যাসন মাউন্ট, ভিক্টর লিন্ডেলফ ও হ্যারি ম্যাগুয়ার।

আরও পড়ুন

আন্দ্রে ওনানা ও সোফিয়ান আমরাবাত জাতীয় দলের হয়ে আফ্রিকান কাপ অব নেশনসে খেলছেন। সব মিলিয়ে স্কোয়াডের সাতজনকে পাচ্ছে না ইউনাইটেড।