টানা ২৪ বছরে গোলের রেকর্ড রোনালদোর, মেসি কি ছুঁতে পারবেন

বছরের প্রথম ম্যাচেই গোল করলেন রোনালদোফেসবুক

বছরের পর বছর গোল করার কথা প্রায়ই শোনা যায়। কিন্তু তাই বলে টানা ২৪ বছর ধরে কারও গোল করার বিষয়টি অবিশ্বাস্যই। তবে নামটি যদি ক্রিস্টিয়ানো রোনালদো হয়, তাহলে অসম্ভব কিছুই নয়। গতকাল রাতে সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে আল নাসরের ৩–১ গোলের জয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো, যার ফলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪ বছর গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ কিংবদন্তি।

২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে প্রথম গোলটি করেছিলেন রোনালদো। এর পর থেকে প্রতিবছরই গোলের খাতায় নাম লিখিয়েছেন। সর্বশেষ সংযোজন গতকাল রাতে করা গোলটি। নতুন বছরে গতকালই প্রথম মাঠে নেমেছিল আল নাসর। ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে ইতিহাস গড়া গোলটি করেন রোনালদো। গোলে বছর শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘বছর শুরু করার সেরা উপায়।’

২০০২ সালে নিজের পেশাদার ক্যারিয়ার শুরুর বছরে রোনালদো করেছিলেন ৫ গোল। পরের বছরই ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার আলেক্স ফার্গুসনকে মুগ্ধ করে রোনালদো চলে আসেন ওল্ড ট্রাফোর্ডে। সে বছর রোনালদো গোল করেছিলেন ১৩টি।

আরও পড়ুন

এরপর অবশ্য আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। প্রতিবছরই রোনালদোর গোলের টালিখাতা শুধুই সমৃদ্ধ হয়েছে। ২০০৯ সালে ইংল্যান্ড ছাড়ার সময়ই রোনালদোর গোল সংখ্যা ছিল ২৯২ ম্যাচে ১১৮টি।

ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে গিয়ে রোনালদো হয়ে ওঠেন আরও ক্ষুরধার। বিশেষ করে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন ‘সিআর সেভেন’। এ সময় চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে লড়াই জমিয়ে তোলার পথে রোনালদো পরিণত হন গোলমেশিনে।

মাইলফলক স্পর্শ করা গোলের পর রোনালদো
রয়টার্স

এরপর ক্লাব ও দেশ বদলালেও কমেনি রোনালদোর গোলক্ষুধা। বর্তমানে ৪০ ছুঁই ছুঁই বয়সেও উদ্দীপ্ত তরুণের মতোই গোল করে চলেছেন আল নাসর তারকা। গত বছরও রোনালদোর কাছ থেকে এসেছে ৪৩ গোল। আর এবার বছরের শুরুতেই খুললেন গোলের খাতা।

আরও পড়ুন

ফুটবল–মঞ্চে লম্বা সময় ধরে বিভিন্ন রেকর্ড নিয়ে লড়াই করেছেন মেসি–রোনালদো। তবে রোনালদোর টানা ২৪ বছর ধরে গোল করার রেকর্ডটি মেসির ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে। মেসি নিজের প্রথম গোলটি করেন ২০০৫ সালের মে মাসে।

এখন রোনালদোর রেকর্ড স্পর্শ করতে হলে মেসিকে ২০২৮ সাল পর্যন্ত গোল করতে হবে। যে সময় মেসির বয়স হবে ৪১ বছর। নাটকীয় কিছু না হলে ২০২৮ সাল পর্যন্ত মেসির খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিনই। ফলে রোনালদোর এই রেকর্ডটি হয়তো শেষ পর্যন্ত মেসির অধরাই থেকে যাবে।

রোনালদোর রেকর্ড স্পর্শ করতে হলে মেসিকে ২০২৮ সাল পর্যন্ত গোল করতে হবে।

গোল দিয়ে শুরু করা বছরটি রোনালদোর জন্য আরেকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। রোনালদো শেষ পর্যন্ত হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন কি না, সেটা এ বছরে তাঁর করা গোল সংখ্যা দিয়ে নির্ধারিত হতে পারে। গতকাল রাতের পর রোনালদোর গোল সংখ্যা এখন ৯১৭টি। অর্থাৎ রোনালদোকে করতে হবে আরও ৮৩ গোল।

এমন অবস্থায় মাইলফলক গড়তে হলে চলতি বছর রোনালদোকে অন্তত ৫০–৬০ গোল করতে হবে। এরপর সব ঠিক থাকলে ২০২৬ সালে গিয়ে হয়তো রেকর্ডটি তিনি গড়তে পারবেন। আপাতদৃষ্টে কাজটি অসম্ভব বলে মনে হচ্ছে। তবে নামটি যখন রোনালদো, শেষের আগে শেষ বলার সুযোগ নেই।