২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

৭ মাসও চাকরি টিকল না চেলসি কোচ পটারের

চেলসির সদ্য সাবেক কোচ গ্রাহাম পটাররয়টার্স

পুরো সাত মাসও চাকরি টিকল না গ্রাহাম পটারের। কোচের পদ থেকে তাঁকে বরখাস্ত করেছে চেলসি।

শনিবার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ২-০ ব্যবধানে হারে চেলসি। যা পটারের অধীনে ৩১ ম্যাচে ১১তম হার। প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকাতেও ১১ নম্বরে নেমে যায় চেলসি। এর এক দিন পরই তাঁকে ছাঁটাইয়ের কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

আপাতত চেলসির ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে কাজ করবেন ব্রুনো সালতর। পটারের সহকারী হিসেবে ব্রাইটন থেকে এসেছিলেন তিনি।

টমাস টুখেলকে বরখাস্ত করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পটারকে দায়িত্ব দিয়েছিল চেলসি। চুক্তি করা হয় পাঁচ বছরের। ব্রাইটন থেকে পটারকে ছাড়িয়ে আনতে ২ কোটি ১০ লাখ পাউন্ড রিলিজ ক্লজও দেয় চেলসি। এমনকি প্রথম মৌসুমে চেলসি লিগে প্রথম চারের মধ্যে না থাকলেও চাকরি থাকবে বলে আভাষ দেওয়া হয়।

আরও পড়ুন

সাত মাস পূর্ণ হওয়ার আগেই সেই কোচকে বিদায় করে হতাশার কথা জানিয়েছে চেলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পটারকে ধন্যবাদ জানিয়ে চেলসি লিখেছে, ‘একজন কোচ এবং ব্যক্তি হিসেবে গ্রাহাম পটারের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান আছে। তিনি যে পেশাদারত্ব আর সততা সব সময় বজায় রেখে এসেছেন, তাতে বর্তমান পরিণতিতে আমরা হতাশ। আমাদের হাতে প্রিমিয়ার লিগের ১০টি ম্যাচ আর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল আছে। এর প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চ চেষ্টা ও দায়বদ্ধতার প্রয়োগ ঘটিয়ে ভালোভাবে মৌসুম শেষ করতে চাই।’

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে চেলসির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন

ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, পটারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন চেলসির দুই ক্রীড়া পরিচালক পল উইন্সটানলি ও লরেন্স স্টুয়ার্ট। পরিচালনা বোর্ড তাতে সম্মতি দিয়েছে। শনিবার অ্যাস্টন ভিলার কাছে হারের পর রোববার ক্লাবের ট্রেনিং সেন্টারে গেলে পটারের সঙ্গে সরাসরি আলাপ করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

পটারকে দায়িত্ব দেওয়ার আগে যাকে ছাঁটাই করা হয়েছিল, সেই টুখেল কিছুদিন আগে বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব নিয়েছেন।

আরও পড়ুন