রিয়ালে না যাওয়া হলে পিএসজিতে চুক্তি নবায়ন করতে পারেন এমবাপ্পে
লিওনেল মেসির দলবদল নিয়ে কত রকমের খবরই না এল। একদিন তাঁর সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার খবর আসে, তো পরের দিন আবার বার্সেলোনায় ফেরার গুঞ্জন। কখনো আবার শোনা যেত ইন্টার মায়ামিতে যাওয়ার গুঞ্জন। অবশেষে মেসির ইন্টার মায়ামিতে নাম লেখানো দিয়ে শেষ হয়েছে সব গুঞ্জনের।
এখন আবার দলবদলের বাজারে প্রায় প্রতিদিনই খবর আসছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। পিএসজিকে চিঠি দিয়ে তিনি চুক্তি নবায়ন না করার বিষয়টি জানিয়ে দেওয়ার পর থেকেই শুরু খবর আসার। বেশির ভাগ খবরই আসছে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে নাম লেখানোর সম্ভাবনা নিয়ে। কিন্তু এর মধ্যেই মার্কা খবর দেয়, এমবাপ্পের রিয়ালে যাওয়ার বিষয়টি এই মুহূর্তে একপ্রকার অসম্ভবই।
স্পেনের সংবাদমাধ্যম মার্কা এই খবর দেওয়ার পর আলোচনা চলছে এটা নিয়েই। এবার স্প্যানিশ সাংবাদিক জোসেপ পেদ্রেরোল জানিয়েছেন, শেষ পর্যন্ত এবারের দলবদলে রিয়ালে যাওয়া না হলে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেন এমবাপ্পে।
এমবাপ্পের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমে। চুক্তিতে একটি শর্ত ছিল, এমবাপ্পে চাইলে মেয়াদ বাড়াতে পারবেন। কিন্তু সেটা জানাতে হবে এক বছর আগে। শর্ত অনুযায়ী, সদ্য শেষ হওয়া মৌসুমের পরই পিএসজিকে এমবাপ্পের জানানোর কথা, তিনি চুক্তি নবায়ন করবেন কি না।
মেসি পিএসজি ছেড়ে চলে যাওয়ার পর এমবাপ্পে প্যারিসের ক্লাবটিকে চিঠি দিয়েছেন যে তিনি আর চুক্তি নবায়ন করতে চান না। এমবাপ্পে এটা বলে দেওয়ার পর তাঁকে এবারের দলবদলে বিক্রি করতে উঠেপড়ে লেগেছে পিএসজি।
এর কারণও আছে। আগামী মৌসুমে মুক্ত খেলোয়াড় (ফ্রি এজেন্ট) হয়ে যাবেন এমবাপ্পে। সে ক্ষেত্রে দলবদলের টাকা পাবে না পিএসজি। এবারের দলবদলে রিয়ালের এমবাপ্পেকে নেওয়ার আগ্রহ দেখেই কি না, পিএসজি ফরাসি স্ট্রাইকারের পিঠে ২০ কোটি ইউরোর ‘ট্যাগ’ লাগিয়ে দিয়েছে! সাংবাদিক পেদ্রেরোল বলছেন, ‘রিয়াল এত খরচ করে এই মুহূর্তে এমবাপ্পেকে নিতে চায় না।’
রিয়ালের এই পরিমাণ অর্থ খরচ করতে না চাওয়া ছাড়া আরেকটি ব্যাপারও আছে। পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তির একটা শর্ত আছে এ রকম—মেয়াদ শেষ করে ক্লাব ছাড়লে তিনি ‘আনুগত্য’ বোনাস হিসেবে ৬ কোটি ইউরো পাবেন। এমবাপ্পের মা চান না তাঁর ছেলে এই অর্থ হারাক।
এসব টানাপোড়েনে এবারের দলবদলে এমবাপ্পের রিয়ালে যাওয়া না–ও হতে পারে। কিন্তু এমবাপ্পেকে দুই মাসের মধ্যে পিএসজি বিক্রি করতে না পারলে তাঁকে চুক্তি নবায়ন করাতে চাইবে। শেষ পর্যন্ত কী হয়, সেটা পরেই জানা যাবে।