জাভির হুমকি: খেলোয়াড়েরা আস্থা রাখতে না পারলে ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরব

বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজএএফপি

মাঠে সময়টা ভালো কাটছে না বার্সেলোনার। একে তো লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে বেশ পিছিয়ে আছে (পয়েন্ট তালিকায় চতুর্থ), তার ওপর গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে ৪–১ ব্যবধানে। মাঠে বার্সার বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে ড্রেসিংরুম থেকে ডাগআউটেও।

বার্সেলোনার একাধিক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, মূল দলের খেলোয়াড়দের একটি অংশের আস্থা হারিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। রিয়ালের কাছে সুপার কাপে হারের আগে থেকেই নাকি কোচ ও খেলোয়াড়দের মধ্যে দূরত্ব বিরাজ করছিল।

খবরটা জাভির কানেও এসেছে। সেটা জানার পর তিনি একরকম হুমকিই দিয়ে বসেছেন। ৪৩ বছর বয়সী কোচ জানিয়েছেন, খেলোয়াড়েরা তাঁর ওপর আস্থা রাখতে না পারলে পদত্যাগ করবেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লা লিগার ২০২২–২৩ মৌসুমে মাত্র ২০ গোল খেয়েছিল জাভির বার্সা। তবে এবার মৌসুমের অর্ধেক পেরোনোর আগেই কাতালান ক্লাবটি হজম করেছে ২২ গোল। দলের এমন নাজুক পরিস্থিতি ও খেলোয়াড়দের আস্থা হারানোর ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে জাভি বলেছেন, ‘ছেলেরা যেদিন থেকে আমাকে আর অনুসরণ করবে না, আমি ব্যাগ গুছিয়ে ফেলব এবং এখান থেকে চলে যাব। গত বছর যদি লা লিগা না জিততাম, তাহলেও এখানে আমার থাকা হতো না। কেউ যদি বলে দলে কোনো সমস্যা আছে, আমি চলে যাব। আমি এই ক্লাবকে ভালোবাসি। এখানে (নতুন) কিছু আনতে চেয়েছি। সেটা যদি না করি, তাহলে বাড়ি ফিরে যাব।’

আরও পড়ুন

১৯৯১ সাল থেকে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক জাভির। প্রায় ৮ বছর বার্সার বয়সভিত্তিক ও ‘বি’ দলে খেলেছেন। মূল দলে খেলেছেন ১৭ বছর। খেলোয়াড় হিসেবে ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন। ২০১৫ সালে বার্সা ছেড়ে নাম লিখিয়েছিলেন কাতারি ক্লাব আল সাদে। ৪ বছর আল সাদে খেলার পর ২০১৯ সালে সেই ক্লাবেরই হয়ে কোচিংয়ে হাতেখড়ি। ২০২১ সালে বার্সার দুঃসময়ে ডাক পড়লে ‘না’ করতে পারেননি। আল সাদ ছেড়ে প্রিয় ক্লাবের দায়িত্ব নেন।

দলের খেলোয়াড়দের একটি অংশের আস্থা হারিয়েছেন কোচ জাভি
এক্স

সেই প্রসঙ্গ টেনে জাভি বলেছেন, ‘ক্লাবের মালিকেরা যখন কাতার থেকে আমাকে নিয়ে এলেন, তাঁরা বলেছিলেন বার্সা তাদের ইতিহাসে সবচেয়ে বাজে মুহূর্তগুলোর একটি পার করছে। পরিস্থিতি বদলানোর প্রক্রিয়া চলছে।’

কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে আগামীকাল স্প্যানিশ ক্লাব ফুটবলে তৃতীয় স্তরের দল ইউনিয়নিস্তাসের মুখোমুখি হবে বার্সা। সেই ম্যাচের আগে দলের পরিবেশ যেমনই হোক, জাভি নির্ভার আছেন বলে জানিয়েছেন, ‘আমি শান্ত আছি। আমাকে তিনটি শিরোপা জিততে হবে। আমার মনে হয়, আমরা ব্যর্থতার চেয়ে সাফল্যের কাছাকাছি আছি।’