নিলামে ব্রায়ান্টের আলমারি, ম্যারাডোনার ’৮৬ বিশ্বকাপের জার্সি

সথেবির নিলামে শোভা পাচ্ছে ’৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার জার্সিএএফপি

প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের লকার (আলমারি বা দেরাজ) এবং আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ’৮৬ বিশ্বকাপের জার্সি গতকাল নিউইয়র্কে নিলামে তোলা হয়েছে। খেলাধুলায় বিরল স্মারকগুলো নিলামে তোলার এ উদ্যোগ নিলামকারী প্রতিষ্ঠান সথেবির।

সর্বকালের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় ব্রায়ান্ট লস অ্যাঞ্জেলর্স লেকার্সে এনবিএ ক্যারিয়ারের সময় কাটিয়েছেন। এই দলটির স্টেডিয়াম ক্রিপ্টো.কম অ্যারেনার পূর্ব নাম ছিল স্টেপলস সেন্টার। সেখানে ব্রায়ান্ট যে লকার ব্যবহার করতেন সেটাই নিলামের মূল আকর্ষণ। ২ আগস্ট এই নিলাম শেষ হবে।

আরও পড়ুন

ধারণা করা হচ্ছে, পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপজয়ী ও ১৮ বার অলস্টার দলে জায়গা পাওয়া ব্রায়ান্টের লকারের দাম ১৫ লাখ ডলার উঠতে পারে। গতকাল পর্যন্ত নিলামে এর দাম উঠেছে ৭ লাখ ডলার। ২০২০ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মাত্র ৪১ বছর বয়সে মারা যান ব্রায়ান্ট। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) লিগে ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত লেকার্সের হয়ে খেলেন ব্রায়ান্ট।

সথেবি জানিয়েছে, লেকার্সের স্টেডিয়াম স্টেপলস সেন্টার অ্যারেনা সংস্কারের সময় ২০১৮ সালে এক মেইটেন্যান্স কর্মী ব্রায়ান্টের লকারটি নষ্ট হওয়া থেকে রক্ষা করেন। পরে লকারটি এই নিলামকারী প্রতিষ্ঠানের হাতে আসে। সথেবির আধুনিক সংগ্রহশালার প্রধান ব্রায়ান ওয়াখ্‌টার বলেছেন, ‘কোবি ব্রায়ান্টের স্টেপলস সেন্টারের লকার স্মারকের চেয়েও বেশি কিছু। এটি অনন্য এক অভিযাত্রার পবিত্র স্মৃতিচিহ্ন। উদ্‌যাপন ও চ্যালেঞ্জের সময় এই লকার ছিল কোবির আশ্রয়স্থল। তার ক্যারিয়ারে উত্থান–পতনের সাক্ষীও এটি। (আলমারির) এই দেয়ালগুলোর ভেতরে তার প্রতিটি কঠিন সময় ও অর্জনের ছাপ রয়েছে।’

আরও পড়ুন

সথেবির নিলামে খেলাধুলার অন্য কিংবদন্তিদের স্মারকও ঠাঁই পেয়েছে। বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান, বেসবল কিংবদন্তি রেগি জ্যাকসন ছাড়াও বর্তমান সময়ের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল এবং বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারির স্মারকও নিলামে তোলা হয়েছে।

ব্রায়ান্টের লকার, ম্যারাডোনার ’৮৬ বিশ্বকাপ সেমিফাইনালের সই করা জার্সি এবং এনবিএ কিংবদন্তি জর্ডানের শেষ ম্যাচের শর্টস আগামী মঙ্গলবার পর্যন্ত নিউইয়র্কে সথেবির নিলামে জনসাধারণের জন্য প্রদর্শন করা হবে।