এক ট্যাকলে একজন দেখলেন লাল কার্ড, অন্যজন গেলেন আইসিইউতে

এরিক বেইলির এই ট্যাকলে হাসপাতালে গেছেন মুসা এন’দিয়াইয়েছবি: এএফপি

ফুটবলে প্রতিপক্ষ খেলোয়াড়কে আটকাতে ট্যাকল খুবই সাধারণ বিষয়। অনেক সময় ট্যাকল মাত্রা ছাড়িয়ে গেলে ফাউল, হলুদ কার্ড, এমনকি সরাসরি লাল কার্ডও দেখাতে পারেন রেফারি। তাই বলে এমন ট্যাকলও কি কেউ করে! যে ট্যাকলে নিজে তো লাল কার্ড দেখলেনই, প্রতিপক্ষ খেলোয়াড়কে পাঠালেন হাসপাতালের আইসিউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে)।

মারাত্মক এই ট্যাকলের ঘটনা ঘটেছে ফ্রেঞ্চ কাপে মার্শেই-হেইরেস ম্যাচে। ম্যাচের তখন ১৫ মিনিট। তখন পর্যন্ত গোলশূন্য সমতায় থাকা ম্যাচটিতে এই সময় হেইরেসের মিডফিল্ডার মুসা এন’দিয়াইয়েকে মারাত্মকভাবে ট্যাকল করে বসেন মার্শেই ডিফেন্ডার এরিক বেইলি। সেই আঘাতে মাঠেই লুটিয়ে পড়েন মুসা। দীর্ঘ সময় ধরে তাঁর চিকিৎসারও প্রয়োজন হয়।

আরও পড়ুন

তবে পরিস্থিতি বিপজ্জনক মনে হওয়ায় সেখান থেকে মুসাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পরে হেইরেসের প্রেসিডেন্ট মোরাদ বৌদজেল্লাল মুসার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর মুসাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হয়েছে।

মুসার অবস্থা সম্পর্কে মোরাদ বলেছেন, ‘তাঁকে মার্শেইয়ের নর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সতর্কতামূলকভাবে তাঁকে (মুসা) নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাঁর সবকিছু যেন ঠিকঠাকভাবে হয়, আমরা সেই প্রার্থনা করছি।’

এরিক বেইলিকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি
ছবি : এএফপি

সর্বশেষ মুসার শারীরিক অবস্থার ইতিবাচক আপডেট জানান দলের সহকারী কোচ জাকি নৌবির। তিনি বলেছেন, ‘ক্ষতির চেয়ে ভয়টা বেশি ছিল। মারাত্মক কিছু নয়। সম্ভবত কনকাশন ছিল।’

আরও পড়ুন

ম্যাচের শুরুতে করা এই ট্যাকলে অবধারিতভাবেই লাল কার্ড দেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মার্শেইয়ে ধারে আসা বেইলি। তবে একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও ম্যাচটি ২-০ গোলে জিতেছে মার্শেই।