অলিম্পিক ফুটবল: জানার আছে যা কিছু
আনুষ্ঠানিক উদ্বোধনের দুই দিন আগে আজ বুধবার শুরু হচ্ছে প্যারিস অলিম্পিকে ফুটবলের লড়াই। এবারের আসরে ৩২টি খেলার মোট ৩২৯টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফুটবলে আছে ছেলে ও মেয়েদের ইভেন্ট। ১২ দল নিয়ে মেয়েদের খেলা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। দল বেশি বলে ছেলেদের খেলা শুরু হচ্ছে আজই। প্রথম দিনই মাঠে নামছে অলিম্পিকে দুইবারের সোনাজয়ী আর্জেন্টিনা, প্রতিপক্ষ আফ্রিকান দেশ মরক্কো। দিনের অন্য ম্যাচে স্পেন খেলতে নামবে উজবেকিস্তানের বিপক্ষে। আসুন অলিম্পিক ফুটবল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক—
পদকের লড়াই কীভাবে
প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে চার দল উঠবে সেমিফাইনালে। ফুটবলে পদকের লড়াইটা হবে এই চার দলের মধ্যেই।
ভেন্যু কোথায়
মোট ৩২টি ম্যাচ হবে ছেলেদের ফুটবল ইভেন্টে। খেলাগুলো হবে ফ্রান্সের সাতটি ভেন্যুতে। ফ্রান্স–যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচ হবে মার্শেইয়ে, ফাইনাল প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে। এ ছাড়া ম্যাচ আছে বোর্দো, নঁতে, লিঁও, নিস ও সেইন্ট–এতেইনেতে।
ফাইনাল কবে
৯ আগস্ট। সেদিন প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে ফাইনালে হবে স্বর্ণপদকের লড়াই। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের মধ্যে ব্রোঞ্জের লড়াই হবে ৮ আগস্ট নঁতের মাঠে।
অলিম্পিক ফুটবলে সবচেয়ে বেশি ৭ পদক জিতেছে ব্রাজিল। দুটি সোনার (২০১৬ ও ২০২০) পাশাপাশি তিনটি রুপা (১৯৮৪, ১৯৮৮ ও ২০১২) এবং দুটি ব্রোঞ্জ (১৯৯৬ ও ২০০৮)।
স্কোয়াড ও বয়সসীমা
প্রতিটি দলের স্কোয়াডে ২২ জন খেলোয়াড়। ১৮ জন মূল খেলোয়াড়, ৪ জন বিকল্প। এবারের আসরের জন্য খেলোয়াড়দের জন্মতারিখ ১ জানুয়ারি ২০০১ বা এর পরে হতে হবে। তবে বেশি বয়সী তিনজন খেলোয়াড় নেওয়ার অনুমোদন আছে।
পরিচিত মুখ কারা
তিনজন বাদে দলের বাকি সবাই অনূর্ধ্ব–২৩ বয়সী হওয়ায় অলিম্পিকে বিশ্বজুড়ে পরিচিত মুখের উপস্থিতি কমই থাকে। এর মধ্যেও বেশি বয়সের সুবিধায় কিংবা অল্প বয়সে খ্যাতি পেয়ে যাওয়া কাউকে কাউকে এ টুর্নামেন্টে দেখা যায়। এবার যেমন আছেন আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও থিয়াগো আলমাদা, মরক্কোর আশরাফ হাকিমি, মিসরের মোহাম্মদ এলনেনি ও ফ্রান্সের আলেক্সান্দার লাকাজেতে।
বেশি বয়সী আর কম বয়সী কারা
এবারের আসরের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি—৩৬ বছর, যা একই দলে থাকা ক্লদিও এচেভেরির চেয়ে দ্বিগুণ। তবে ১৮ বছর বয়সী এচেভেরিই টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী নন। সবচেয়ে কম বয়সী স্পেনের ডিফেন্ডার পাও কুবারসি, জানুয়ারিতে যিনি ১৭ বছরে পা রেখেছেন।
ছেলেদের ফুটবলে এখন পর্যন্ত মাত্র ১৫ জন ফুটবলার অলিম্পিক ও ফিফা বিশ্বকাপ দুটিই জিতেছেন। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই কীর্তি গড়েছেন শুধু লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া (২০০৮ বেইজিং অলিম্পিক ও ২০২২ কাতার বিশ্বকাপ)।
বর্তমান চ্যাম্পিয়ন কে
২০২০ টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবার অবশ্য লাতিন আমেরিকার দেশটি মহাদেশীয় বাছাইপর্ব উতরাতে পারেনি। অলিম্পিক ফুটবলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাজ্য ও হাঙ্গেরি—তিনবার। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, সোভিয়েত ইউনিয়ন ও উরুগুয়ে।
মেয়েদের খেলায় পদকের লড়াই কীভাবে
মেয়েদের ফুটবলে অংশ নিচ্ছে ১২ দল। তিনটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল ও তৃতীয়দের মধ্যের সেরা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে। মেয়েদের বিভাগে অংশ নিচ্ছে ফ্রান্স, কলম্বিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, জাম্বিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, জাপান, নাইজেরিয়া ও ব্রাজিল।