মৌসুমই শেষ মার্তিনেজের
সেভিয়ার বিপক্ষে পরশু ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে পায়ে চোট পান ম্যানচেস্টার ইউনাইটেড সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ। সেভিয়ার দুই আর্জেন্টাইন সতীর্থের কাঁধে ও স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। তখনই মনে হয়েছিল, চোট গুরুতর হতে পারে। ঘটেছেও ঠিক তা–ই। পায়ের মেটাটারসাল হাড় ভেঙে নেওয়ায় মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামা হবে না মার্তিনেজের। ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে বিষয়টি জানিয়ে দিয়েছে।
নিজেদের দেওয়া দুটি আত্মঘাতী গোলে সেভিয়ার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করা সে ম্যাচে চোট পান ইউনাইটেডের আরেক সেন্টার ব্যাক রাফায়েল ভারানও। তাঁকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
ইউনাইটেডের বিবৃতিতে বলা হয়, ‘পায়ের মেটাটারসাল হাড় ভেঙে নেওয়ায় মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে আগামী মৌসুমের প্রস্তুতিতে আর্জেন্টাইন ডিফেন্ডার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই ম্যাচে চোটের কারণে বদলি হিসেবে উঠে যাওয়া রাফায়েল ভারানকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডে সবাই লিসান্দ্রো ও ভারানের প্রতি শুভেচ্ছা এবং দ্রুত সুস্থতা কামনা করছে।’
চোটের কারণে রোববার নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো, স্কট ম্যাকটিমনে, ডনি ভ্যান ডে বিক। মার্তিনেজ ও ভারানও যোগ দিলেন সে তালিকায়। ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের চারে ইউনাইটেড। পাঁচে থাকা টটেনহামের চেয়ে ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। হাতে আছে আর ৯ ম্যাচ। ইউরোপা লিগে বৃহস্পতিবার ফিরতি লেগে সেভিয়ার মুখোমুখি হওয়ার তিন দিন পর এফএ কাপ সেমিফাইনালে ব্রাইটনের মুখোমুখি হবে এরিক টেন হাগের দল।
ইউরোপা লিগ ও এফএ কাপের ফাইনালে উঠতে পারলে এ মৌসুমে সর্বোচ্চ ১৫ ম্যাচ খেলবে ইউনাইটেড। মার্তিনেজ ও ভারানের অনুপস্থিতিতে রক্ষণে টেন হাগকে হ্যারি ম্যাগুয়ার, ভিক্টর লিন্ডেলফ ও লুক শর ওপর ভরসা রাখতে হবে।
ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকেও এ মৌসুমে রক্ষণের মূল ভাগে খেলাচ্ছেন ইউনাইটেড কোচ টেন হাগ। তবে লুক শ কিন্তু চোটের কারণে আগের দুই ম্যাচে খেলতে পারেননি। টেন হাগ জানিয়েছেন, রোববার তাঁর মাঠে ফেরার সম্ভাবনা আছে।