পটারকে দুয়ো, বরখাস্ত হওয়া সেই টুখেলকে চেয়ে চেলসি সমর্থকদের গান
৬ ম্যাচে ৩ জয়, ১ হার ও ২ ড্রয়ে পয়েন্ট ১০। লিগে অবস্থান ৬ নম্বরে। এর সঙ্গে চ্যাম্পিয়নস লিগে মৌসুমের প্রথম ম্যাচে জাগরেবের কাছে হার।
ব্যস, এটুকুতেই থমাস টুখেলের ওপর আস্থা হারিয়ে ফেলেছিলেন টড বোয়েলি। মে মাসে চেলসি কিনে নেওয়া আমেরিকান ধনকুবের ৫৯০ দিনের মাথায় ছাঁটাই করে দেন টুখেলকে। ধরে রাখেন আগের মালিক রোমান আব্রোমোভিচের ঘন ঘন কোচ ছাঁটাইয়ের সংস্কৃতি।
টুখেলের জায়গায় দায়িত্ব নেওয়া গ্রাহাম পটারের অবস্থা এখন আরও খারাপ। লিগে ১৭ ম্যাচ শেষে ৭ জয়, ৪ ড্র ও ৬ হারে পয়েন্ট ২৫, তালিকায় অবস্থান ১০ নম্বরে। সর্বশেষ ৭ ম্যাচের ৫টিতেই হার। রোববার রাতে ছিটকে গেছে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেও।
সেই ১৯৯৮ সালের পর এই প্রথম লিগ কাপের চতুর্থ রাউন্ডে উঠতে ব্যর্থ চেলসি। একমাত্র চ্যাম্পিয়নস লিগ (এখন শেষ ষোলোয়) বাদ দিলে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে এখন লন্ডনের ক্লাবটি।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গেছে, পটারেরও বিদায় নিকটে? ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর দেড় বছরও কাজ করার সুযোগ পাননি টুখেল। জার্মান কোচের অধীনে গত বছর দুটি ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালও খেলেছিল চেলসি। সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া পটারের ধারাবাহিক ব্যর্থতায় সেই টুখেলকেই আবার স্টামফোর্ড ব্রিজে দেখতে চায় সমর্থকদের একটি অংশ।
রোববার রাতে ইতিহাদে ম্যানচেস্টার সিটি–চেলসি ম্যাচের মাঝপথেই টুখেলকে নিয়ে স্লোগান ধরেন অনেকে। ম্যাচে প্রথমার্ধেই ৩ গোল হজম করে বসে চেলসি। গ্যালারির ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, চেলসি সমর্থকেরা এ সময় পটারকে দুয়ো দিচ্ছেন।
আবার কিছুক্ষণ পরপর সাবেক কোচ টুখেলের নাম ধরে গানও গাইছেন। একটি লাইন এরকম, ‘আমাদের একজন টুখেল ছিল’। শুধু টুখেল নয়, সাবেক মালিক আব্রামোভিচকেও স্মরণ করেছেন সমর্থকেরা। যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞার কারণে রুশ ধনকুবের আব্রামোভিচকে ক্লাব বিক্রি করে দিতে হয়েছিল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সমর্থকদের দুয়ো আর টুখেলের নামে গানের প্রসঙ্গ তোলা হয় পটারের সামনে।
৪৭ বছর বয়সী কোচ সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘নিজের কাজটা ভালোভাবে করা ছাড়া আমরা আর কী করতে পারি? আমি সমর্থকদের হতাশাটা বুঝতে পারছি। তাদের অনুভূতির প্রতি আমার সম্মান আছে। আমাদের ফল যেহেতু ইতিবাচক নয়, নেতিবাচক কথা, সমালোচনা এগুলো থাকবেই। এটা কাজেরই অংশ, চ্যালেঞ্জও। সবাইকে বলব, দল হিসেবে একতাবদ্ধ থাকতে, একে অপরকে সমর্থন করতে।’
সাবেক চেলসি তারকা ফ্রাঙ্ক লেবোইফ অবশ্য এখনই পটারের বিদায় দেখতে চান। ব্লুজদের হয়ে ২০১ ম্যাচ খেলা এই ফরাসি ইএসপিএনকে বলেন, ‘যথেষ্ট হয়েছে। এবার পরিবর্তন দরকার। আমি যে চেলসিকে চিনি, এটি সেই ক্লাব নয়।’
তবে চেলসির মালিকপক্ষ এখনই লেবোইফ বা সমর্থকদের কথায় কর্ণপাত করবে বলে ইঙ্গিত নেই; বরং ব্রিটিশ পত্রিকা মিরর দিয়েছে উল্টো খবর। পটারকে পাঁচ কোটি পাউন্ডে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। সেটি প্রথম মৌসুমের মাঝপথেই ভেঙে দিতে চায় না মালিকপক্ষ।