জাতীয় দলের জন্য তাবিথের হাতে তিন কোচ
২০২৪ শেষ। বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেছে বাফুফের সঙ্গে দুই বিদেশি কোচ হাভিয়ের কাবরেরা ও পিটার বাটলারের চুক্তি। বাটলার জাতীয় নারী দলের কোচ ছিলেন। হাভিয়ের কাবরেরা ছেলেদের জাতীয় দলের। নতুন বছরে তাঁদেরই রাখা হবে, নাকি নতুন কোচ আনবে বাফুফে, তা নিয়ে কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা।
বাফুফের সভাপতি তাবিথ আউয়াল আজ প্রথম আলোকে জানিয়েছেন, কোচের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাফুফের নতুন জাতীয় দল কমিটি প্রথম সভায় বিষয়টি চূড়ান্ত করবে। তাবিথ নিজেই এই কমিটির প্রধান। পূর্ণাঙ্গ কমিটিও তিনি গঠন করছেন। সেই কাজে অনেকটা এগিয়েছেন জানিয়ে তাবিথ বলেছেন, ‘পুরুষ জাতীয় দলের কোচ হিসেবে আমাদের হাতে বেশ কিছু বায়োডাটা আছে। আমরা তা থেকে যাচাই–বাছাই করে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করেছি। কয়েক দিনের মধ্যে সভায় বসে চূড়ান্ত করা হবে একটি নাম।’
সেই তিনজনের তালিকায় কারা আছেন, তা বলতে নারাজ বাফুফে সভাপতি। তবে আভাস দিয়েছেন, তাতে কাবরেরাও আছেন। পুরোনো কোচেই আস্থা, নাকি নতুন কাউকে নেওয়া হবে, এই প্রশ্নে তাঁর কথা, ‘দেখা যাক, অনেক কিছু ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’
গুঞ্জন আছে, স্প্যানিশ কোচ কাবরেরা যে বেতন পেতেন তার চেয়ে কম বেতনে পুরুষ দলের কোচ চায় বাফুফে। তবে তাবিথ বলছেন, এটা ঠিক নয়। টাকা একটি বড় বিষয় হলেও সেটিই মূল নয়। এশিয়ান কাপের প্রতিপক্ষ, তাদের শক্তি...সবকিছু বিচার–বিশ্লেষণ করে তাঁরা সিদ্ধান্ত নিতে চান। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুরের কোচ কারা, সেই খোঁজখবরও নেওয়া হচ্ছে। ২৫ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে।
নারী ফুটবল দলকে সাফ জেতানো ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিষয়ে ইতিবাচকই মনে হচ্ছে বাফুফেকে। একাডেমির পরিবর্তে তাঁকে পুরোপুরি সাবিনাদের কোচ হিসেবেই দায়িত্ব দেওয়া হবে, এমনটাই শোনা যাচ্ছে। ফেব্রুয়ারিতে নারী দল ফিফা প্রীতি ম্যাচ খেলতে চায়। তবে প্রতিপক্ষ এখনো পাওয়া যায়নি।