মোহামেডানের ড্র, ব্রাদার্সকে ৭ গোলে হারাল আবাহনী
উত্থান-পতনের ম্যাচে হারের পথেই ছিল মোহামেডান। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও ৩ গোল হজম করে পিছিয়ে পড়ে সাদা-কালোরা। কিন্তু সেখান থেকেই নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে হার এড়িয়েছে আলফাজ আহমেদের দল। দলের ত্রাণকর্তা অধিনায়ক সোলেমান দিয়াবাতে। যোগ করা সময়ে মালির এ ফুটবলারের গোলই শেষ করে দিয়েছে রহমতগঞ্জের অঘটনের স্বপ্ন।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ মোহামেডানের জন্য দুঃখই হয়ে রইল। প্রথম পর্বেও মোজাফফরভের পেনাল্টি গোলে হার বাঁচিয়েছিল মোহামেডান। দ্বিতীয় পর্বেও একই ব্যাপার। তবে প্রথমার্ধের ২১ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচটা যে এই পর্যায়ে গেছে, সেটির কৃতিত্ব আসলে রহমতগঞ্জেরই। ২ গোল হজম করার পর আগ্রাসী ফুটবল খেলেছে তারা।
আরনেস্ট বোয়েটেং, স্যামুয়েল কোনি, সুশান্ত ত্রিপুরা, বখতিয়ার তাশপুলাতভরা নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন।
রহমতগঞ্জের আক্রমণাত্মক ফুটবলের সামনে একপর্যায়ে অসহায়ই মনে হচ্ছিল আলফাজের দলকে। তবে শেষ পর্যন্ত মান বাঁচিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। মোহামেডানের সঙ্গে ড্র করলেও রহমতগঞ্জ আছে পয়েন্ট তালিকার ৯-এ। ১৬ ম্যাচে ১২ পয়েন্ট তাদের।
পঞ্চম মিনিটে জাফর ইকবালের গোলে এগিয়ে যায় মোহামেডান। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোলেমান দিয়াবাতে। ৩৪ মিনিটে আরনেস্ট বোয়েটেং ব্যবধান কমান। ৪২ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে রহমতগঞ্জ। গোল করেন স্যামুয়েল কোনি। এই কোনিই ৬৫ মিনিটে ৩-২ করে ফেলেন। বাকি সময়টা দুই দলই সমানতালে খেলেছে। মোহামেডান অবশ্য কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছে যোগ করা সময়ে গিয়ে।
এই ড্রয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে মোহামেডানের পয়েন্ট সমান হয়ে গেল। যদিও গোলগড়ে মোহামেডান আছে দুই-এ। ১৬ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ২৯। দিনের অন্য খেলায় আবাহনী ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়েছে অবনমনের অপেক্ষায় থাকা ব্রাদার্স ইউনিয়নকে।
সেন্ট ভিনসেন্টের স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট করেছেন হ্যাটট্রিকসহ ৪ গোল। জোড়া গোল ব্রাজিলিয়ান ওয়াশিংটনের। অপর গোলটি মেরাজ হোসেন অপির। এই জয়ে আবাহনীর রানার্সআপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
কিংস অ্যারেনায় আরও একটি ম্যাচ ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার সপ্তম স্থানে আছে শেখ রাসেল। ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর অবস্থান ৫-এ।