আলভারেজ ৬ মৌসুমের জন্য আতলেতিকো মাদ্রিদে

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজএএফপি

সবকিছু ঠিক হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু চুক্তি সই করা। গতকাল সেটাও হয়ে গেল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এখন আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়। ম্যানচেস্টার সিটি থেকে ৬ মৌসুমের জন্য তাঁকে দলে ভেড়াতে ৮ কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে আতলেতিকো। বাংলাদেশের মুদ্রায় অর্থের পরিমাণটা প্রায় ১০৯২ কোটি টাকা।

আলভারেজকে দলে ভেড়ানোর খবরটি এক বিবৃতিতে গতকাল দিয়েছে আতলেতিকো, ‘আর্জেন্টাইন ফরোয়ার্ডের দলবদলের বিষয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে আতলেতিকো মাদ্রিদ। তিনি ছয় মৌসুমের জন্য চুক্তি করেছেন।’

আর্জেন্টিনা অলিম্পিক দলের অনুশীলনে হুলিয়ান আলভারেজ
এক্স/আর্জেন্টাইন এফএ

স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আলভারেজের জন্য ট্রান্সফার ফি হিসেবে ৭ কোটি ৫০ লাখ ইউরো দেবে আতলেতিকো। এ ছাড়া বোনাস হিসেবে দেবে আরও ১ কোটি ইউরো। ২৪ বছর বয়সী আলভারেজকে ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে রিভার প্লেট থেকে দলে নিতে সিটি খরচ করেছিল মাত্র ১ কোটি ৬০ লাখ ইউরো।

২০২২ সালের জানুয়ারিতে সিটিতে নাম লেখানো আলভারেজ দুই মৌসুমে ইতিহাদের ক্লাবটির হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখা আলভারেজ এ বছর জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও।

আতলেতিকোর সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর সিটির সমর্থকদের কাছ থেকে আলভারেজ বিদায় নিয়েছেন ইতিহাদের ক্লাবটির ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে। সেখানে তিনি লিখেছেন, ‘আজ আমি অনেক আবেগ নিয়ে অসাধারণ এই ক্লাবটিকে বিদায় বলছি। এ দুই বছর খুব বিশেষ হয়ে থাকবে। এই সময়ে আমি একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে বেড়ে উঠেছি এবং অনেক কিছু শিখেছি।’

আরও পড়ুন

তা অসাধারণ এই ক্লাবটি মাত্র দুই মৌসুম থাকার পরই কেন ছেড়ে যাচ্ছেন আলভারেজ। এর কারণ হিসেবে তিনি এর আগে বলেছিলেন যে সিটির একাদশে নিয়মিত জায়গা পাচ্ছেন না। নতুন কোনো ক্লাবে গিয়ে আরও বেশি সময় মাঠে থাকতে চান। সিটিতে মূলত তাঁকে খেলতে হয়েছে আর্লিং হলান্ডের বদলি হিসেবে, বিকল্প হিসেবে।

আসন্ন মৌসুমেও যে তিনি শুরুর একাদশে নিয়মিত খেলতে পারবেন, সেই নিশ্চয়তা হয়তো সিটির কোচ পেপ গার্দিওলা আলভারেজকে দেননি। তবে আলভারেজকে নতুন চ্যালেঞ্জের জন্য শুভকামনা ঠিকই জানিয়েছেন গার্দিওলা, ‘তার আচরণের জন্য এখানে তাকে সবাই খুব ভালোবাসত। কিন্তু আমি আগেও অনেকবার অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে যেমনটা বলেছি, আবারও সেই কথাই বলছি—সে যেতে চেয়েছে, চেয়েছে নতুন চ্যালেঞ্জ নিতে।’

আরও পড়ুন