ইএসপিএনের দাবি: জিদানকে কোচ বানাতে তাঁর সঙ্গে যোগাযোগ করেনি বায়ার্ন
জিনেদিন জিদানকে কোচ বানাতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বায়ার্ন মিউনিখ—স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এই দাবি করেছিল ১৬ এপ্রিল। কিন্তু সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, কোচ বানাতে ফরাসি কিংবদন্তির সঙ্গে যোগাযোগ করেনি জার্মান ক্লাবটি।
মৌসুম শেষে বায়ার্ন কোচের পদ ছাড়বেন টমাস টুখেল। তাঁর স্থলাভিষিক্ত হবেন কে—গত ফেব্রুয়ারিতে টুখেল বায়ার্ন ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই এ নিয়ে আলোচনা হচ্ছে।
রিয়াল মাদ্রিদকে কোচ হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন জিদান। দুই মেয়াদে স্প্যানিশ ক্লাবটির কোচের দায়িত্ব পালন করার পর ২০২১ সালে সরে দাঁড়ান। তার পর থেকে ডাগ আউটের বাইরে সময় কাটছে ’৯৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তির।
জিদানকে কোচ বানাতে তাঁর সঙ্গে বায়ার্নের যোগাযোগের গুঞ্জনটি স্প্যানিশ সংবাদমাধ্যমে চাউর হয়েছে বেশি। ব্যাপারটা আরও ডালপালা ছড়ায় ইউলিয়ান নাগলসমান জার্মানি জাতীয় দলের কোচ পদে চুক্তির মেয়াদ বাড়ানোর পর। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নাগলসমানের চুক্তির মেয়াদ বেড়েছে।
এর আগে গুঞ্জন ছিল, গত বছর মার্চে বায়ার্নের কোচের পদ থেকে ছাঁটাই হওয়া নাগলসমান আবারও বাভারিয়ান ক্লাবটির দায়িত্বে ফিরছেন। কিন্তু নাগলসমান জার্মানি কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়ানোর পর জিদানকে বায়ার্নের সঙ্গে জড়িয়ে দুইয়ে–দুইয়ে চার মিলিয়ে নেন অনেকেই। তবে ইএসপিএনের দাবি, এ সম্পর্কিত কোনো কথাই হয়নি দুই পক্ষের মধ্যে।
ইএসপিএনকে সূত্র জানিয়েছে, কোচ পদের জন্য বায়ার্নের মনোনীত সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জিদান। তবে সেই তালিকায় জিদানের চেয়েও বেশি অগ্রাধিকার পাচ্ছেন ব্রাইটনের কোচ রবার্তো দি জেরবি, অস্ট্রিয়ার কোচ রাল্ফ রাংনিক ও স্টুর্টগার্টের কোচ সেবাস্তিয়ান হোয়েনেস।
সূত্র আরও জানিয়েছে, জিদান নিজেও বায়ার্নের দায়িত্ব নিতে আগ্রহী নন। এর একটা বড় কারণ ভাষাগত সমস্যা। ইংরেজি কিংবা জার্মান—এ দুটি ভাষার কোনোটিতেই তেমন স্বচ্ছন্দ্য নন রিয়াল কিংবদন্তি। আর কোচিংয়ে সাফল্য পেতে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ এবং তাঁদের ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেন ৫১ বছর বয়সী জিদান। ইএসপিএন অবশ্য জানিয়েছে, জিদানের এজেন্ট এলেইন মিগলিয়াচ্চিও বায়ার্নের সভাপতি উলি হোয়েনেসের কাছের মানুষ।
রিয়ালের কোচ হিসেবে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগ জেতেন জিদান। এই প্রতিযোগিতার আধুনিক যুগে জিদানের অধীনে রিয়ালই একমাত্র দল হিসেবে টানা তিনবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছে।
বায়ার্নের কোচ হিসেবে টুখেল এ মৌসুমে লিগে ভালো করতে পারেননি। ঘরোয়া লিগে টানা ১১ বছর একাধিপত্যের পর এবার বায়ার লেভারকুসেনের কাছে শিরোপা হারিয়েছে বায়ার্ন। তবে দলকে ঠিকই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে নিয়ে গেছেন টুখেল। ৩০ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন।