হ্যাটট্রিক করে ফার্নান্দেজ বললেন, ‘এসব শুনতে ভালো লাগে না’

ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজএএফপি

কদিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক এবং ইনেওসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার জিম র‍্যাটক্লিফের একটি মন্তব্য বেশ আলোড়ন তোলে। ইউনাইটেডের কিছু খেলোয়াড় অতিরিক্ত বেতন পান বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দেন র‍্যাটক্লিফ

গতকাল রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর ম্যাচে হ্যাটট্রিক করে র‍্যাটক্লিফের সেই মন্তব্যের জবাব দিয়েছেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তাঁর হ্যাটট্রিকেই রিয়াল সোসিয়েদাদকে ৪–১ গোলে হারিয়েছে ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ৫–২ গোলের জয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেছে রুবেন আমোরিমের দল।

আরও পড়ুন

এই ম্যাচ শেষে ফার্নান্দেজের কাছ থেকে র‍্যাটফ্লিকের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদেরকে প্রতিটি অনুশীলনে, প্রতিটি ম্যাচে নিজেদের প্রমাণ করতে হয়। ক্লাবে আমরা আরামে থাকি না। আপনারা জানেন এখানে মানটা অনেক উঁচুতে। সংবাদমাধ্যম এবং সব জায়গা থেকে আপনি অনেক মনোযোগ পান। আপনাকে বুঝতে হবে যে মাঝেমধ্যে আপনাকে খেলায় পুরো মনোযোাগ দিতে হবে। নিজের উন্নতির চেষ্টা করতে হয়। এমন অবস্থায় নিশ্চিতভাবে এ ধরনের কথা শুনতে ভালো লাগে না।’

ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‍্যাটক্লিফ
ছবি: রয়টার্স

এ ধরনের সমালোচনা খেলোয়াড়েরা পছন্দ করেন না উল্লেখ করে ফার্নান্দেজ আরও বলেছেন, ‘আমার মনে হয় না কোনো খেলোয়াড় সমালোচনা বা নিজেকে নিয়ে হওয়া এ ধরনের কথা শুনতে পছন্দ করে। যেখানে বলা হয় যে আপনি যথেষ্ট ভালো না বা আপনাকে অতিরিক্ত বেতন দেওয়া হচ্ছে কিংবা অন্য কিছু। প্রত্যেকের নিজস্ব চুক্তি আছে। আপনি যখন এখানে আসেন কিংবা নতুন চুক্তি করেন, তখন ক্লাব চুক্তির ব্যাপারে আপনার সঙ্গে একমত হয়। এখন ক্লাবের জন্য আপনি গুরুত্বপূর্ণ কি না, সেটা প্রমাণ করা দায়িত্ব আপনার।’