ব্রাজিলের জার্সিতে এ বছরই শেষ মার্তার
আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা নারী ফুটবলার মার্তা। সিএনএন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী মার্তা জানিয়েছেন, ব্রাজিলের জার্সিতে এটিই তাঁর শেষ বছর। ২০২৪ সালের পর হলুদ জার্সিতে আর খেলতে দেখা যাবে না অরল্যান্ডো প্রাইডের এই ফুটবলারকে।
২২ বছর ধরে ব্রাজিল দলে খেলে যাওয়া মার্তা নিজের বিদায়ের সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেছেন, ‘এটা আমার শেষ বছর এবং আমি সেটা এখনই নিশ্চিত করতে পারি। এমন মুহূর্ত আসে, যখন আমাদের বুঝতে হয় যে সময়টা চলে এসেছে। আমি নিজের এই সিদ্ধান্ত নিয়ে খুবই শান্ত আছি। কারণ, তরুণ খেলোয়াড়দের উঠে আসার ব্যাপারে আমি দারুণ আশাবাদী।’
২০০২ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় মার্তার। এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে ১৭৫ ম্যাচ খেলে মার্তা গোল করেছেন ১১৬টি। ব্রাজিলের হয়ে ২০০৭ সালের বিশ্বকাপ ফাইনালে খেললেও কখনো শিরোপা জেতা হয়নি তাঁর। তবে ব্যক্তিগতভাবে ছয়বার ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন মার্তা। এ ছাড়া নারী–পুরুষ মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ডও আছে তাঁর দখলে।
বিদায়ের ঘোষণা দেওয়ার পাশাপাশি মার্তা অবশ্য প্যারিস অলিম্পিকে খেলার ইচ্ছার কথাও বলেছেন। জাতীয় দলের হয়ে বড় শিরোপা জিততে না পারার আক্ষেপটা হয়তো অলিম্পিকে খেলে দূর করতে চান কিংবদন্তি এ ফুটবলার।
তবে অলিম্পিক দলে থাকা কিংবা না থাকা বিদায়ের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না বলেই জানিয়েছেন মার্তা, ‘যদি আমি অলিম্পিকে যাই, প্রতিটি মুহূর্ত উপভোগ করব। তবে অলিম্পিক খেলি বা না খেলি এটিই আমার জাতীয় দলের হয়ে শেষ বছর। ২০২৫ সালে মার্তাকে আর জাতীয় দলে দেখা যাবে না।’
এর আগে পাঁচবার অলিম্পিকে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন মার্তা। সর্বোচ্চ অর্জন ২০০৪ ও ২০০৮ সালে রুপা জয়। এখন দেশের হয়ে আরেকবার অলিম্পিকে যাওয়ার সুযোগ মার্তা পান কি না, সেটাই দেখার অপেক্ষা।