‘ইউনাইটেড আমাকে না চাইলে অন্য কোথাও গিয়ে ট্রফি জিতব’, বললেন টেন হাগ

এফএ কাপের ট্রফি হাতে টেন হাগরয়টার্স

এফএ কাপ ফাইনালের আগে থেকেই গুঞ্জন, ম্যাচের ফল যা–ই হোক, ছাঁটাই হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। এর মধ্যে ম্যাচের আগে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউনাইটেড সমর্থক এবং পণ্ডিতদের ওপর ক্ষোভ ঝাড়েন এই ডাচ কোচ।

এরপর ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতার পরও টেন হাগ ছিলেন অকপট। বলেছেন, ইউনাইটেড যদি তাঁকে কোচ হিসেবে না চায়, তবে অন্য কোথাও চলে যাবেন এবং সেখানে গিয়ে শিরোপা জিতবেন।

আরও পড়ুন

গতকাল ওয়েম্বলিতে মৌসুমে নিজেদের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছে ইউনাইটেড। দারুণভাবে রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতি-আক্রমণেও দলটি ছিল বিপজ্জনক। তেমনই আক্রমণ থেকে দলকে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে দেন ১৯ বছর বয়সী দুই তরুণ আলেহান্দ্রো গারনাচো ও কোবি মাইনু। শেষ দিকে জেরেমি ডকু এক গোল শোধ করলেও ইউনাইটেডের শিরোপা জয় ঠেকাতে পারেনি গার্দিওলার দল।
শিরোপা জয়ের পর স্বাভাবিকভাবেই কথা হয়েছে টেন হাগের ভবিষ্যৎ নিয়ে।

ইউনাইটেড কোচ বলেছেন, পরের মৌসুমে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন তিনি, ‘দুই বছরে দুটি শিরোপা এবং তিনটি ফাইনাল খারাপ না। যদি তারা আমাকে না চায়, তবে আমি অন্য কোথাও গিয়ে ট্রফি জিতব। কারণ, এটাই আমি করি।’

ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে টেন হাগের উদ্‌যাপন
রয়টার্স

এফএ কাপ জিতলেও ইউনাইটেডের জন্য সদ্য শেষ হওয়া মৌসুমটা ভুলে যাওয়ার মতোই ছিল। প্রিমিয়ার লিগে আট নম্বরে থেকে শেষ করেছে তারা। তবে পয়েন্ট তালিকায় আটে থাকলেও এফএ কাপ জেতায় এখন ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে ‘রেড ডেভিল’রা।

এরপরও টেন হাগের ওপর ইউনাইটেড কর্তৃপক্ষের আস্থা হারিয়েছে বলে জানিয়েছে একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম। টেন হাগ অবশ্য শিরোপা জয়ের পর তাঁর ওপর ইউনাইটেডের মালিক স্যার জিম র‍্যাটক্লিফের আস্থা থাকার কথাই জানিয়েছেন।

আরও পড়ুন

এদিকে শোনা যাচ্ছে, টেন হাগের বিকল্প হিসেবে এরই মধ্যে একাধিক কোচের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে জানতে চাইলে টেন হাগ বলেছেন, ‘আমি জানি না, তারা এটা করেছে কি না। এ প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। আমি জানি না। হয়তো আপনাদের জানার সূত্র আছে, আমার তা নেই। আমি একটি প্রজেক্টে আছি এবং আমাদের যেখানে থাকার কথা, আমরা সেখানেই আছি। আমরা ভবিষ্যতের জন্য দল তৈরি করছি।’

তিনি আসার আগে ইউনাইটেডের অবস্থা কেমন ছিল, তা মনে করিয়ে দিয়ে টেন হাগ বলেছেন, ‘যখন আমি দায়িত্ব নিই, তখন আমরা বিশৃঙ্খল অবস্থায় ছিলাম। দল এখন উন্নতি করছে, জিতছে।’