এনদ্রিকের এক গোলেই ভারান পেছনে, সামনে মেসি

অভিষেকেই গোল করে রেকর্ড গড়েছেন এনদ্রিকএক্স

নিয়ম মেনে এনদ্রিককে খেলাতে লম্বা সময় অপেক্ষা করেছে রিয়াল মাদ্রিদ। আরও কয়েক মাস আগে রিয়ালের সঙ্গে চুক্তি পাকাপাকি করলেও সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পথে এনদ্রিকের বড় বাধা ছিল তাঁর বয়স। বয়সের সেই জটিলতা দূর করে জুলাইয়ের শেষ দিকে রিয়ালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেন এনদ্রিক।

গতকাল রাতে রিয়ালের জার্সিতে অভিষেকও হয়ে গেল ব্রাজিলিয়ান স্ট্রাইকারের। তাঁকে নিয়ে রিয়ালের অপেক্ষা যে ভুল ছিল না, সেটি প্রমাণ দিয়েছেন দুর্দান্ত এক গোল করে। এই গোলে এনদ্রিক ভেঙেছেন পুরোনো রেকর্ডও।

আরও পড়ুন

লা লিগায় এই গোলের পর এনদ্রিক এখন লা লিগায় রিয়ালের হয়ে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন। গতকাল রাতে ভায়াদোলিদের বিপক্ষে যোগ করা সময়ে এনদ্রিক যখন গোল করেন, তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ৩৫ দিন।

এই রেকর্ডে এনদ্রিক পেছনে ফেলেছেন রাফায়েল ভারানকে। রিয়ালের হয়ে দারুণ সব অর্জনের সারথি ভারান ২০১১ সালে রায়ো ভায়েকানোর বিপক্ষে যখন গোল করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ১৮ বছর ১৫২ দিন। ১৩ বছর পর এনদ্রিকের কাছে রেকর্ডটি হারালেন এই ফরাসি সেন্টারব্যাক। এ ছাড়া ২১ শতকে লা লিগা অভিষেকে রিয়ালের হয়ে গোল করা সবচেয়ে কমবয়সী ফুটবলার হলেন এনদ্রিক।

রিয়ালের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন ব্রাজিলের উঠতি তারকা এনদ্রিক
এএফপি

রেকর্ডটি ভাঙার পাশাপাশি আরও একটি রেকর্ডে সেরা তিনে জায়গা করে নিয়েছেন এনদ্রিক। সেটি হলো লা লিগায় সর্বকনিষ্ঠ দক্ষিণ আমেরিকান হিসেবে গোলের রেকর্ড। যে রেকর্ডে সবার ওপরে লিওনেল মেসি। ২০০৫ সালে মেসি যখন বার্সেলানার হয়ে লা লিগায় প্রথম গোল করেন, তখন তাঁর বয়স ছিল ১৭ বছর ৩১১ দিন।

এই তালিকার দুইয়ে আছেন ফাবিও পিন্টো। ১৯৯৮ সালে রিয়াল ওভিয়েদোর হয়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড গোল করার সময় তাঁর বয়স ছিল ১৮ বছর ৩০ দিন। বয়স মাত্র পাঁচ দিন বেশি হওয়ায় এই তালিকায় পিন্টোর পেছনে তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন এনদ্রিক।

আরও পড়ুন

লা লিগায় দক্ষিণ আমেরিকান হিসেবে সর্বকনিষ্ঠ গোলদাতা