নতুন রোনালদোর খোঁজে পর্তুগালে চোখ ম্যানচেস্টার ইউনাইটেডের

ইউনাইটেডের হয়ে খেলার সময় রোনালদোএক্স

২০০৩ সালের আগস্ট। এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পোর্তিং লিসবন। স্তাদিও জোসে আলভালাদে স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ম্যাচটিতে ক্রিস্টিয়ানো রোনালদো নামের এক কিশোরের খেলা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার আলেক্স ফার্গুসন।

সেদিন রোনালদোর কারিকুরি ও জাদুর ঝলক দেখেই তাঁকে কেনার সিদ্ধান্ত নেন ফার্গি। ম্যাচ শেষে রোনালদোকে নিয়ে বলেছিলেন, তাঁর দেখা সেরা তরুণ খেলোয়াড়দের একজন।

আরও পড়ুন

সেই ম্যাচের এক সপ্তাহের মধ্যেই রোনালদোকে কিনে নেয় ইউনাইটেড। রোনালদোকে নিশ্চিতভাবে এই শতকে ‘রেড ডেভিল’দের সেরা আবিষ্কার ধরে নেওয়া যায়। ইউনাইটেডকে দারুণ সাফল্য এনে দিয়েই পরে রিয়াল মাদ্রিদে গিয়ে অন্য এক উচ্চতা ছুঁয়েছিলেন পর্তুগিজ মহাতারকা।

কিন্তু ইউনাইটেডে রোনালদোর রেখে যাওয়া শূন্যতা আর কখনো পূরণ হয়নি। এর মধ্যে সম্ভাবনাময় অনেক তারকার আগমন ঘটলেও রোনালদোর মানের ধারেকাছেও যেতে পারেননি তাঁদের কেউই। ফলে শূন্যতাটা রয়েই গেছে। এমনকি রোনালদো দ্বিতীয় মেয়াদে ফিরেও দলে নিজের ছায়া হয়ে ছিলেন।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম
এএফপি

তবে এবার রোনালদোর শূন্যতা পূরণে মরিয়া হয়ে মাঠে নামতে যাচ্ছেন ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম। রোনালদোর মতো আমোরিমের বাড়িও পর্তুগাল। জাতীয় দলে সতীর্থ হয়ে একসঙ্গে খেলেছেনও তাঁরা।

রোনালদোকে কাছ থেকে অভিজ্ঞতার কারণে আমোরিমের জানা আছে একজন মহাতারকা কীভাবে গড়ে ওঠেন। আমোরিমের লক্ষ্যও তাই ইউনাইটেডের জন্য আরেকজন নতুন রোনালদো খুঁজে বের করে আনা। শুধু এটুকুই নয়, আমোরিম নতুন এই রোনালদোকে তুলে আনতে চান তাঁদের জন্মভূমি পর্তুগাল থেকেই।

আরও পড়ুন

আমোরিমের এই চাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর। ওল্ড ট্রাফোর্ডের নতুন বস নাকি মনে করেন, রোনালদোর পর ইউনাইটেড আর কোনো পর্তুগিজ সুপারস্টারকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। যে কারণে দলের স্কাউটিং পদ্ধতি ও কাঠামোরও সংস্কার চান তিনি।

আমোরিমের বিশ্বাস, দলে আনতে পারত এমন অনেক নতুন প্রতিভাকে হাতছাড়া করেছে ইউনাইটেড। সেই ভুল শুধরে এখন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে আনতে চান সাবেক এই স্পোর্তিং লিসবন কোচ। এর মধ্যে সুইডেনের তরুণ তুর্কি ভিক্টর গয়োকেরেস ও পর্তুগালে জিওভানি কোয়েন্দাকে দলের ভেড়ানোর ছকও নাকি কষছেন আমোরিম।

রোনালদোর মতো অসাধারণ কাউকে না পেলেও সাম্প্রতিক সময়ে দারুণ কিছু পর্তুগিজ খেলোয়াড় পেয়েছে ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজ ও দিয়েগো দালোত এ খেলোয়াড়দের অন্যতম। তবে আমোরিম হয়তো এমন কাউকে চান, যিনি একক কৃতিত্বে যেকোনো পরিস্থিতিতে ম্যাচের রূপ বদলে দিতে পারেন।