ইউরোতে রোনালদোর যত রেকর্ড, ভাঙার অপেক্ষায় আছে যা

ক্রিস্টিয়ানো রোনালদোএএফপি

৩৯ পেরিয়েও ক্রিস্টিয়ানো রোনালদো যেন অপ্রতিরোধ্য। এখনো আগের মতোই মাঠে নেমে ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা। সদ্য শেষ হওয়া সৌদি প্রো লিগ মৌসুমেও রোনালদো ছিলেন সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে মৌসুমে তাঁর গোল ছিল ৪৫ ম্যাচে ৪৪টি।

এ ছন্দ নিয়েই পর্তুগালের হয়ে ইউরো ২০২৪ খেলতে জার্মানিতে যাবেন রোনালদো। ২০১৬ সালে পর্তুগালের হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই শিরোপা জিতেছিলেন ‘সিআর সেভেন’। দলীয় সাফল্য ছাড়াও ব্যক্তিগতভাবে অন্যান্য প্রতিযোগিতার মতো ইউরোতেও আলো ছড়িয়েছেন তিনি। এর মধ্যে ভেঙেছেন একাধিক রেকর্ডও। এমনকি এবার অংশ নিয়ে রোনালদো ভেঙে দিতে পারেন আরও কিছু রেকর্ড।

আরও পড়ুন

রোনালদোর দখলে আছে যেসব রেকর্ড

২০০৪ সালে মাত্র ১৯ বছর বয়সে ইউরোতে প্রথম ম্যাচ খেলেন রোনালদো। এরপর ২০২১ সাল পর্যন্ত ইউরোর ৫টি আসরে খেলেছেন তিনি। রোনালদো ইতিহাসের একমাত্র ফুটবলার, যিনি ৫টি ইউরোতে মাঠে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোয় ষষ্ঠবারের মতো মাঠে নেমে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবেন এ পর্তুগিজ ফরোয়ার্ড।

২০০৪ সালে গ্রিসের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন রোনালদো। সেই যে গোলের যাত্রা শুরু করলেন, এরপর প্রতি আসরে সংখ্যাটা শুধু বেড়েছে। পেনাল্টি শুটআউট বাদ দিয়ে এখন পর্যন্ত ইউরোয় সর্বোচ্চ ১৪ গোল করেছেন রোনালদো। ২০০৪ সালে ২টি, ২০০৮ সালে ১টি, ২০১২ ও ২০১৬ সালে ৩টি করে এবং ২০২১ সালে ৫টি। রোনালদোর পর দ্বিতীয় অবস্থানে আছেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনি, যিনি গোল করেছিলেন ৯টি।

ইউরোতে সবচেয়ে গোল রোনালদোর
রয়টার্স

৭টি করে গোল আছে অ্যালেন শিয়ারার ও আতোয়াঁন গ্রিজমানের। ৬টি করে গোল করেছেন ৮ জন ফুটবলার। এ তালিকায় আছেন ইংল্যান্ডের ওয়েইন রুনি, ফ্রান্সের থিয়েরি অঁরি, নেদারল্যান্ডসের রুড ফন নিস্টলরয় ও প্যাট্রিক ক্লুইভার্ট, বেলজিয়ামের রোমেলু লুকাকু, স্পেনের আলভারো মোরাতা, সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ ও পর্তুগালের নুনো গোমেজ।

সবচেয়ে বেশি গোল

সবচেয়ে বেশি আসরে খেলা এবং সবচেয়ে বেশি গোলের পাশাপাশি সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর দখলে। ৫টি আসরে এখন পর্যন্ত রোনালদো খেলেছেন ২৫টি ম্যাচ। এই পরিসংখ্যানেও রোনালদোর আশপাশে আর কেউ নেই।

আরও পড়ুন

১৯ ম্যাচ করে খেলে রোনালদোর ঠিক পরের অবস্থানে আছেন তাঁর দুই সতীর্থ জোয়াও মোতিনিও ও পেপে। ১৮টি করে ম্যাচ খেলেছেন জার্মান কিংবদন্তি বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও ইতালিয়ান কিংবদন্তি লিওনার্দো বোনুচ্চি। এমনকি গোলের প্রচেষ্টা নেওয়ার ক্ষেত্রেও রোনালদো অনন্য। তাঁর ১৩৭টি প্রচেষ্টার বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা অঁরি প্রচেষ্টা নিয়েছেন ৫২টি।

সবচেয়ে বেশি ম্যাচ 

যে রেকর্ড ভাঙতে পারেন রোনালদো
২০০৪ সালের অভিষেকের পর অনেক রেকর্ড ভাঙলেও এখনো কিছু রেকর্ড অধরা আছে তাঁর। ১৯৮০ সালের পর সবচেয়ে বেশি সুযোগ তৈরিতে সবার ওপরে আছেন এক পর্তুগিজ। তিনি কিন্তু রোনালদো নন, লুইস ফিগো। ফিগো গোলের সুযোগ তৈরি করেছেন ৪২টি। তবে এ আসরেই স্বদেশি ফিগোকে ছাড়িয়ে যেতে পারেন রোনালদো। ‘সিআর সেভেন’ ৫ আসরে সুযোগ তৈরি করেছেন ৪১টি। তৃতীয় স্থানে থাকা মেসুত ওজিল সৃষ্টি করেছেন ৪০টি সুযোগ।

২০১৬ সালে শিরোপা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল
এএফপি

একইভাবে রোনালদোর সামনে সুযোগ আছে গোলে সহায়তার রেকর্ডটিও এককভাবে নিজের করে নেওয়ার। বর্তমানে ৬টি গোলে সহায়তা করে চেক প্রজাতন্ত্রের কারেল পোবোরস্কির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন রোনালদো, যা তিনি ভেঙে দিয়ে এককভাবে নিজের করে নিতে পারেন এ মৌসুমে। তবে ৫ সহায়তা নিয়ে রোনালদোর সঙ্গে লড়াইয়ে থাকবেন কেভিন ডি ব্রুইনাও। ম্যানচেস্টার সিটির এই বেলজিয়ান মিডফিল্ডারেরও সুযোগ আছে এককভাবে শীর্ষে উঠে আসার।