জাবি আলোনসোর লেভারকুসেন যে ৭ রেকর্ড ভাঙতে পারে
বুন্দেসলিগার সর্বশেষ ১১টি শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। এবার মনে হয় বায়ার্নের সেই একাধিপত্যে ছেদ পড়তে যাচ্ছে। বুন্দেসলিগার ২২ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বায়ার লেভারকুসেন। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৫০। শেষ পর্যন্ত লেভারকুসেন যদি শিরোপা জেতে, এই জয়ের পথে দুর্দান্ত কয়েকটি রেকর্ডও নিজেদের করে নিতে পারে জার্মানির দলটি।
প্রথম
বুন্দেসলিগার ইতিহাসে একমাত্র অপরাজিত দল হিসেবে শিরোপা জিততে পারে লেভারকুসেন। বুন্দেসলিগায় এখন পর্যন্ত না–হারা লেভারকুসেনের হাতে আছে ১২টি ম্যাচ।
৩৩
হাইডেনহাইমের বিপক্ষে সর্বশেষ জয়ে বায়ার্ন মিউনিখের একটি রেকর্ডে ভাগ বসিয়েছে লেভারকুসেন। এই নিয়ে ৩২ ম্যাচে অপরাজিত তারা। মাইনৎসের বিপক্ষে পরের ম্যাচে হার এড়াতে পারলেই রেকর্ডটি একান্তই নিজেদের করে নেবে জাবি আলোনসোর দল।
সর্বোচ্চ পয়েন্ট
ম্যাচপ্রতি বুন্দেসলিগায় এখন তাদের যে পয়েন্ট, এটা ঠিক থাকলে মৌসুম শেষে লেভারকুসেনের পয়েন্ট হবে ৯০। এটা হবে বুন্দেসলিগার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট। ২০১২-১৩ মৌসুমে ৯১ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছিল বায়ার্ন।
নিজেদের ছাপিয়ে
লেভারকুসেন বুন্দেসলিগায় তাদের নিজেদের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট ছাড়িয়ে যাওয়ার পথে। বুন্দেসলিগায় এখন পর্যন্ত লেভারকুসেনের সর্বোচ্চ পয়েন্ট ৭৩, যা তারা পেয়েছিল ১৯৯৯-০০ মৌসুমে। ওই রেকর্ড ভাঙতে ১৬ পয়েন্ট দরকার লেভারকুসেনের।
ট্রেবল
বুন্দেসলিগা, ইউরোপা লিগ ও ডিএফবি-পোকাল জেতা প্রথম ক্লাব হতে পারে লেভারকুসেন।
গোল
ম্যাচপ্রতি ২.৫৯ গোল করার বিষয়টি ধরে রাখতে পারলে মৌসুম শেষে লেভারকুসেনের মোট গোল হবে ৮৮টি। শীর্ষ লিগে যা হবে তাদের সর্বোচ্চ গোল।
২৩
এখন পর্যন্ত বুন্দেসলিগায় মাত্র ১৫ গোল খেয়েছে লেভারকুসেন। এই রেট ধরে রাখতে পারলে মৌসুম শেষে তারা মাত্র ২৩ গোল খাবে। বুন্দেসলিগার এক মৌসুমে এটাই হবে লেভারকুসেনের সবচেয়ে কম গোল খাওয়ার রেকর্ড।