ইন্টার মায়ামিতে মেসিদের কোচ হচ্ছেন ‘টাটা’ মার্তিনো
ইন্টার মায়ামিতে লিওনেল মেসির চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা এখনো বাকি আছে। ধারণা করা হচ্ছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে সম্পন্ন হতে পারে চুক্তির আনুষ্ঠানিকতা। এর মধ্যে মেসির পুরোনো সতীর্থ সের্হিও বুসকেতসেরও মায়ামিতে আসার কথা শোনা যাচ্ছে।
শুধু নতুন খেলোয়াড়ই নয়, যুক্তরাষ্ট্রের ক্লাবটি এখন নতুন কোচের সন্ধানও করছে। এই মুহূর্তে ইন্টার মায়ামির কোচ হওয়ার দৌড়ে যিনি এগিয়ে আছেন, তিনি জেরার্দো মার্তিনো, যিনি ‘টাটা’ মার্তিনো হিসেবেই বেশি পরিচিত। অতীতেও মার্তিনোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে মেসির। এর আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনা দলে মার্তিনোর অধীনে খেলেছিলেন মেসি। এবার মার্তিনোর ইন্টার মায়ামির কোচ হওয়ার খবরটি দিয়েছেন আর্জেন্টাইন সাংবাদিক সিজার লুইস মেরলো।
মার্তিনো সর্বশেষ কোচ হিসেবে কাজ করেছেন মেক্সিকো জাতীয় দলে। গত বছরের ডিসেম্বরে কাতার বিশ্বকাপ থেকে মেক্সিকোর বিদায়ের পর সরে দাঁড়ান মার্তিনো। এর পর থেকে এখন পর্যন্ত নতুন চাকরির সন্ধানেই আছেন এই আর্জেন্টাইন কোচ। অন্যদিকে ইন্টার মায়ামিও এখন কাজ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে। এ মাসের শুরুতেই ব্যর্থতার দায়ে ইংলিশ কোচ ফিল নেভিলকে ছাঁটাই করেছে ক্লাবটি। বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে কাজ চালাচ্ছেন হাভিয়ের মোরালেস, যিনি নিজেও একজন আর্জেন্টাইন।
তবে মেসির সঙ্গে এখন নতুন কোচকেও দ্রুত দলে আনতে চায় ক্লাবটি। যেখানে তাদের প্রথম পছন্দ নাকি আর্জেন্টাইন কোচ মার্তিনো। এর আগে ২০১৩–১৪ মৌসুমে বার্সেলোনার এবং ২০১৪–১৬ মৌসুমে আর্জেন্টিনা দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন মার্তিনো। যেখানে মেসিকে শিষ্য হিসেবে পেয়েছিলেন। তবে মার্তিনোর জন্য দুই অভিজ্ঞতার কোনোটাই ভালো ছিল না। বার্সায় এক মৌসুমের বেশি থাকতে পারেননি, আর আর্জেন্টিনার হয়ে পরপর দুইবার কোপা আমেরিকার ফাইনালে খেলে পেয়েছিলেন হারের স্বাদ।
তবে সেই অতীত পেছনে ফেলে এখন আবারও ইন্টার মায়ামিতে জমে উঠতে পারে মেসি–মার্তিনো জুটি। এর আগে মেসির সঙ্গে বার্সায় কাজ করে তাঁর খেলায় বাড়তি কিছু যুক্ত করতে পেরেছিলেন কি না জানতে চাইলে মার্তিনো বলেছিলেন, ‘কিছুই না। একেবারেই কিছু না। তার খেলায় কিংবা বার্সায় কিছু যোগ করতে পারিনি। আমি এমন একটা দলে গিয়েছিলাম, যারা সব সময় জেতে। কিন্তু আমার সময়ে তারা কিছুই জিততে পারেনি। বার্সেলোনায় আমি নিজের কোনো ছাপ রাখতে পারিনি।’
তবে বার্সা ও আর্জেন্টিনায় না পারলেও ইন্টার মায়ামিতে অনেক কিছুই করার আছে মেসি–মার্তিনোর। বর্তমানে পয়েন্ট টেবিলে ধুঁকছে ক্লাবটি। দায়িত্ব নেওয়ার পর মেসির সঙ্গে মিলে দলকে বিপর্যয় থেকে উদ্ধারের গুরুত্বপূর্ণ কাজ করতে হবে মার্তিনোকে। আগের দুইবার না পারলেও এবার মেসির সঙ্গে মার্তিনোর জুটিটা জমে কি না, সেটাই দেখার অপেক্ষা।