এক গোলে দুই রেকর্ড হলান্ডের, গার্দিওলা শুনে বললেন, ‘আবার?’
ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক মৌসুমেই একের পর এক রেকর্ড গড়েছেন আর্লিং হলান্ড। রেকর্ড গড়ে যাচ্ছেন এ মৌসুমেও।
চার দিন আগেই লিভারপুলের বিপক্ষে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্রুততম ৫০ গোলের (৪৮ ম্যাচে) কীর্তি গড়েছেন। কাল রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে এক গোলে করেছেন আরও দুটি রেকর্ড।
ম্যাচ ও বয়স—দুই হিসাবেই চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৪০ গোলের মালিক এখন হলান্ড। তাঁর দুটি রেকর্ডের কথা জানার পর সিটি কোচ পেপ গার্দিওলার বিস্মিত প্রতিক্রিয়া, ‘আবার?’
ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় ৪০ গোল করতে হলান্ডের লেগেছে ৩৫ ম্যাচ। এর আগে সবচেয়ে কম ম্যাচে ৪০ গোল করার রেকর্ডটা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রুড ফন নিস্টলরয়ের। তাঁর লেগেছিল ৪৫ ম্যাচ।
হলান্ড এই মাইলফলক ছুঁয়েছেন ২৩ বছর ১৩০ দিন বয়সে। সবচেয়ে কম বয়সে ৪০ গোল করায় তিনি ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পেকে।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া সিটি ঘুরে দাঁড়িয়েছে হলান্ডের রেকর্ড গড়া সেই গোলেই। পরে ফিল ফোডেন ও হুলিয়ান আলভারেজের গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে গত মৌসুমে ট্রেবল জেতা ইংলিশ ক্লাবটি।
ঘুরে দাঁড়ানো জয়ের রাতে হলান্ডের জোড়া রেকর্ডের কথা সংবাদ সম্মেলনে গিয়ে জেনেছেন কোচ গার্দিওলা। সাংবাদিকেরা এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আবার? আমাকে কি আবার বলতে হবে, আমরা ওকে ভালোবাসি? আমি ওর খেলা দেখে হাজার কোটিবার মুগ্ধ হয়েছি। সে এক অসাধারণ খেলোয়াড়। সে শুধু গোল করে বলেই আমরা ওকে ভালোবাসি, ব্যাপারটা সে রকম নয়। এর বাইরেও আরও অনেক কারণ আছে।’
টানা পাঁচ জয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে সিটি।