চার মাসের জন্য মাঠের বাইরে ডি ব্রুইনা
ইংলিশ প্রিমিয়ার লিগে গত শুক্রবার নতুন মৌসুম শুরুর ম্যাচেই অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিল ম্যানচেস্টার সিটি। বার্নলির বিপক্ষে সে ম্যাচে সিটি ৩–০ গোলে জিতলেও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ২৩ মিনিটে মাঠ ছেড়েছিলেন সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ইংলিশ ক্লাবটির কোচ পেপ গার্দিওলা আজ জানিয়েছেন, চোটের কারণে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বেলজিয়ান তারকাকে। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, সে ব্যাপারেও এ সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে ম্যানচেস্টার সিটি।
গত জুনে ইন্টার মিলানের বিপক্ষে সিটির চ্যাম্পিয়নস লিগ ফাইনাল জয়ের ম্যাচেও খুঁড়িয়েছিলেন ডি ব্রুইনা। গার্দিওলা জানিয়েছেন, ডি ব্রুইনার পুরোনো সেই চোটই মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রাক্–মৌসুমে সিটির কোনো ম্যাচেই খেলেননি ডি ব্রুইনা। কমিউনিটি শিল্ডে আর্সেনালের বিপক্ষে মাঠে নেমেছিলেন বিরতির পর।
উয়েফা সুপার কাপ ফাইনালে আগামীকাল সেভিয়ার মুখোমুখি হওয়ার আগে ডি ব্রুইনার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন গার্দিওলা, ‘এটা মারাত্মক চোট। তার অস্ত্রোপচার করানো হবে কি না, সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং কয়েক মাসের জন্য সে মাঠের বাইরে থাকবে। আগামী কয়েকদিনের মধ্যেই (অস্ত্রোপচার) এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিন–চার মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।’
গত মৌসুমে সিটির ‘ট্রেবল’ জয়ে দারুণ ভূমিকা ছিল ডি ব্রুইনার। ১০ গোল করার পাশাপাশি ৩১টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এই মৌসুমের শুরুতেই ডি ব্রুইনাকে না পাওয়াকে আঘাত বলেই মানছেন সিটি কোচ গার্দিওলা।
তবে বিকল্প আছে জানিয়ে স্কোয়াডের শক্তিও বুঝিয়ে দিলেন সিটি কোচ, ‘কেভিনের জন্য এই চোটটা বড় আঘাত। অনেক বড় ক্ষতি (সিটির জন্য)। তার বিশেষ কিছু গুণ আছে। অনেকদিন ধরেই সে আমাদের জন্য কঠিন সব দায়িত্ব পালন করে এসেছে। তবে আমাদের হাতে বিকল্প আছে, যদিও কেভিনের শূন্যতা পূরণ হওয়ার মতো না। কিন্তু প্রতিভাবান খেলোয়াড় আমাদের আছে। তারা দায়িত্ব নেবে।’