হলান্ড–এমবাপ্পে–মেসিদের সেরা ঘোষণার পোস্টে রোনালদোর ‘হা হা’ ঝড়
গত মৌসুমে প্রিমিয়ার লিগে একের পর এক রেকর্ড গড়েছেন আর্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর দলগতভাবে হলান্ড জিতেছেন ৫টি শিরোপা। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার চলতি বছর সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন।
এ বছর ৬০ ম্যাচে হলান্ডের গোল ৫০টি। আর এমন সাফল্যের স্বীকৃতিস্বরূপ হলান্ড জিতেছেন ফুটবলের ইতিহাস ও রেকর্ড সংরক্ষণ করা সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। সম্প্রতি পুরস্কারটি জেতার পথে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন এ স্ট্রাইকার।
আইএফএফএইচএসের এ তালিকার সেরা দশে অবশ্য জায়গা হয়নি আল নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। তালিকায় জায়গা পাওয়া একমাত্র পর্তুগিজ খেলোয়াড় হচ্ছেন সিটির হয়ে দারুণ মৌসুম পার করা বের্নার্দো সিলভা। তালিকার ৮ নম্বরে জায়গা হয়েছে তাঁর।
তালিকায় জায়গা না পাওয়ার বিষয়টি অবশ্য মানতে পারেননি রোনালদো। বলে রাখা ভালো, রোনালদো ২০২৩ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৩ গোল করেছেন। গোল করার পথে আল নাসর তারকা পেছনে ফেলেছেন এমবাপ্পে, হ্যারি কেইন, হলান্ড এবং মেসিদের। এমন পারফরম্যান্সের পরও সেরা দশেও জায়গা না পাওয়ার বিষয়টি হয়তো মানতে পারেননি ‘সিআর সেভেন’। নিজের ক্ষোভটা অবশ্য তিনি প্রকাশ করেছেন ‘হা হা’ (অট্টহাসি) ও লজ্জায় চোখ ঢাকার ইমোজি দিয়ে।
রোনালদো এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোয়া’র ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে। যেখানে শীর্ষ নয়ে থাকা খেলোয়াড়দের নাম ও ছবি দিয়ে একটি ফটোকার্ড পোস্ট করা, যার ক্যাপশনে লেখা ছিল, ‘হলান্ড ২০২৩ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বের্নার্দো সিলভা ৮ নম্বরে আছেন এবং তিনি সেরা দশে জায়গা পাওয়া একমাত্র পর্তুগিজও বটে।’
এই পোস্টের নিচেই মন্তব্যের ঘরে পরপর তিনটি ‘হা হা’ ইমোজি ও একটি লজ্জার ইমোজি পোস্ট করা হয় রোনালদোর আইডি থেকে। শনিবার বেলা ১টা পর্যন্ত রোনালদোর এই মন্তব্য লাইক করেছেন ২ লাখ ৫০ হাজার ২৭৪ জন নেটিজেন। আর পাল্টা মন্তব্য এসেছে ২২ হাজারের বেশি। দিয়েগো মার্টিনজ নামের একজন লিখেছেন, ‘অবিশ্বাস্য রোনালদো, সবাই তোমার বিপক্ষে।’
বিয়াত্রিজ লাংগা নামের একজন লিখেছেন, ‘এমন অনেক কিছুই আছে, যা সঠিক নয়। তুমিই সেরা রোনালদো।’ পেদ্রো নামের আরেক রোনালদো ভক্তর মন্তব্য ছিল এমন, ‘সর্বকালের সেরা একজনই আছেন। আর তিনি হচ্ছেন একজন পর্তুগিজ।’ কার্লোস কারভালোস নামের একজন লিখেছেন, ‘৫৩ গোল যিনি করেছেন, তিনি কি গলফ খেলেন?’