৮ গোলরক্ষক থাকার পরও আরেকজনকে চায় চেলসি
দলবদলের বাজারে অদ্ভুত এক কৌশল গ্রহণ করেছে চেলসি। অনেকের চোখে যা অযৌক্তিকও। কিন্তু সেটি কী? দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছে, দলে ৮ জন গোলরক্ষক থাকার পরও এখন আরেকজন নতুন গোলরক্ষক কেনার উদ্যোগ নিয়েছে ক্লাবটি। জানা গেছে, লন্ডনের ক্লাবটি এখন দলে ভেড়াতে চায় বেলজিয়ান ক্লাব গেঙ্কের গোলরক্ষক মাইক পেন্ডের্সকে।
এই মুহূর্তে চেলসির পেন্ডের্সকে কেনার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন অনেক সমর্থকও। কারণ, এখন পর্যন্ত ক্লাবটি নিজেদের মূল দলের জন্য খেলোয়াড় কেনায় খুব কমই গুরুত্ব দিয়েছে। উপযুক্ত বিকল্প খেলোয়াড়ও কেনেনি তারা। যা এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল বলে মনে করেন অনেকে। বিপরীতে এই মুহূর্তে চেলসিতে গোলরক্ষক আছেন ৮ জন।
চেলসির সেই আট গোলরক্ষক হলেন রবার্ট সানচেজ, ফিলিপ জোর্গেনসেন, মার্কুস বেটিনেল্লি, জর্জে পেত্রোভিচ, লুকাস বের্গস্ট্রম, এই বেখ, কেপা আরিজাবালাগা ও গ্যাব্রিয়েল সোলমিনা। আর এই তালিকায় নবম গোলরক্ষক হবেন পেন্ডের্স। এমনকি দলটিতে তরুণ গোলরক্ষকের অভাব নেই। কদিন আগেই তারা ২২ বছর বয়সী জোর্গেনসেনকে কিনে এনেছে ভিলারিয়াল থেকে।
সাম্প্রতিক সময়ে অবশ্য প্রতিভাবান গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হচ্ছে পেন্ডের্সকে। ১৯ বছর বয়সী এই গোলরক্ষক ভবিষ্যতে দারুণ এক তারকা হয়ে উঠবেন বলেও ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত চলতি মৌসুমে গেঙ্কের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। এই দুই ম্যাচে তিন গোল হজম করলেও নিজের দক্ষতায় মুগ্ধতা ছড়িয়েছেন। এক দশক আগে একই রকমভাবে থিবো কোর্তোয়াকে ৯০ লাখ ইউরোতে কিনেছিল চেলসি।
আর এবার পেন্ডের্সের জন্য ক্লাবটির সম্ভাব্য খরচ ধারণা করা হচ্ছে ২ কোটি ইউরোর কাছাকাছি। কোর্তোয়া ও পেন্ডের্সের মধ্যে আরও একটি মিল আছে। তাঁদের দুজনেরই উচ্চতা প্রায় ৬ ফুট ৫ ইঞ্চি। এখন কোর্তোয়ার পথে হেঁটে তাঁর মতো সাফল্য পান কি না, সেটাই দেখার অপেক্ষা।