ম্যাগুয়ারকে বিদ্রূপ করে ক্ষমা চাইলেন সংসদ সদস্য
ফুটবলকেন্দ্রিক ট্রল আর মিম নির্মাতাদের কাছে নিত্যচর্চার এক উপাদানের নাম হ্যারি ম্যাগুয়ার। অদ্ভুত সব ভুলে দলকে বিপদে ফেলে প্রায়ই হাস্যরসের চরিত্র হয়ে ওঠেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ ডিফেন্ডার।
গত বছরের ডিসেম্বরে আফ্রিকার দেশ ঘানার সংসদে ম্যাগুয়ারকে নিয়ে বিদ্রূপ পর্যন্ত করা হয়েছে। দেশটির অর্থনীতিতে ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বায়ুমিয়ার কর্মকাণ্ডের তুলনা করতে গিয়ে সংসদ সদস্য আইজাক আদোঙ্গো ম্যাগুয়ারকে উদাহরণ হিসেবে সামনে এনেছিলেন। যা ম্যাগুয়ারের বিরুদ্ধে ট্রলের পরিমাণ আরও বাড়িয়ে তোলে।
ঘটনার প্রায় এক বছর পর বিদ্রূপের জন্য ম্যাগুয়ারের কাছে ক্ষমা চেয়েছেন আদোঙ্গো। বলেছেন, ম্যাগুয়ারের ভুলকে কেন্দ্র করে করা মন্তব্যটি করা ভুল ছিল।
১১ মাস আগে আদোঙ্গো ঘানার সংসদে বলেছিলেন, ‘মাননীয় স্পিকার, আমি সত্যিই বিস্মিত। আপনি যদি ফুটবলের ভক্ত হয়ে থাকেন, তাহলে ঘানা জিতলে অবশ্যই আনন্দধ্বনি দেব। কিন্তু যুক্তরাজ্যে, মানে ইংল্যান্ডে হ্যারি ম্যাগুয়ার নামে একজন খেলোয়াড় আছে, যে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে। সে একজন ডিফেন্ডার, কিন্তু সবাইকে ট্যাকল করে, সব জায়গাতেই ঝাঁপিয়ে পড়ে। তাকে বিশ্বের সেরা ডিফেন্ডার হিসেবে দেখা হতো। অথচ সে খেললে ম্যানচেস্টার ইউনাইটেড (পয়েন্ট তালিকার) তলানিতে পড়ে থাকত। সে নিজেই দলের সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। সে সতীর্থদের ফাউল করত আর প্রতিপক্ষ খেলোয়াড়দের পায়ে বল তুলে দিত। মাননীয় স্পিকার, শুধু তা–ই নয়। আপনি হয়তো দেখে থাকবেন, প্রতিপক্ষ গোল করতে গেলে ম্যাগুয়ার নিজেই তাদের হয়ে গোল করত।’
১১ মাস আগে ঘানার সংসদে আদোঙ্গোর দেওয়া এই বক্তৃতায় ম্যাগুয়ারের কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে এর পর থেকে ক্রমশ উন্নতি করতে শুরু করেন তিনি। বিশেষ করে চলতি মৌসুম শুরুর আগে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর অনেকটা নির্ভার হয়ে খেলছেন ম্যাগুয়ার। ৩০ বছর বয়সী ডিফেন্ডার বর্তমান মৌসুমে রক্ষণভাগে দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজে গোল পেয়েছেন ও সতীর্থকে দিয়ে করিয়েছেন। জাতীয় দল ইংল্যান্ডের হয়ে একটি আত্মঘাতী গোল করলেও ক্লাবের হয়ে প্রতিপক্ষকে কোনো গোল উপহার দেননি। এমনকি কোনো কার্ডও দেখেননি।
ম্যাগুয়ারের এমন উন্নতি দেখে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন আদোঙ্গো। গতকাল ঘানার সংসদে দেশটির আসন্ন বাজেটের ওপর বিতর্ক হয়। সেই বিতর্কে সংসদ সদস্য আদোঙ্গো বলেন, ‘মাননীয় স্পিকার, আপনার হয়তো মনে আছে, গত বছর আমি আমার বড় ভাই ডাক্তার মাহামুদু বায়ুমিয়াকে হ্যারি ম্যাগুয়ারের সঙ্গে তুলনা করেছিলাম। তুলনাটা চটজলদিই হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমি ম্যাগুয়ারের কাছে ক্ষমা চাইছি।’
এ সময় মাহামুদু বায়ুমিয়াও সংসদে উপস্থিত ছিলেন। তাঁর উদ্দেশে আদোঙ্গো বলেন, ‘যখন আমি ডিফেন্ডারকে (ম্যাগুয়ারকে) উদাহরণ হিসেবে ব্যবহার করেছিলাম, তখন আপনি ভীষণ রেগে গিয়েছিলেন।’
গত কয়েক মাসে ম্যাগুয়ারের খেলায় অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে আদোঙ্গো আরও বলেন, ‘মাননীয় স্পিকার, ম্যাগুয়ার আজ দুঃসময় পেছনে ফেলে উন্নতি করতে শুরু করেছে। সে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করছে। সে এখন দলের মূল খেলোয়াড়। আর আমাদের ম্যাগুয়ার একটি কাপ হাতে আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) কাছে ধরনা দিচ্ছে। আমাদের সেই অর্থনৈতিক ম্যাগুয়ার পেনশনভোগীদের বাড়ি ছাড়া করে পথে বসাতে সক্ষম হয়েছে।’
ঘানার সংসদে আদোঙ্গোর এ বক্তৃতা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে; যা ম্যাগুয়ারেরও নজরে এসেছে। ৩০ বছর বয়সী ডিফেন্ডার টুইটারে লিখেছেন, ‘এমপি আইজাক আদোঙ্গো, আপনাকে ক্ষমা করে দিলাম। শিগগিরই ওল্ড ট্রাফোর্ডে আপনার সঙ্গে দেখা হবে।’