২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কাতার বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করবে ডেনমার্ক

ক্রিষ্টিয়ান এরিকসনরা বিশ্বকাপে যাচ্ছেন তিন রংয়ের জার্সি নিয়েফাইল ছবি: এএফপি

বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণকাজে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক মৃত্যুবরণ করায় কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুরোনো খবর। এর মধ্যেই সব প্রস্তুতি শেষ করে নভেম্বরের তৃতীয় সপ্তাহে কাতারে শুরু হওয়ার অপেক্ষায় ফিফা বিশ্বকাপ।

সবার মনোযোগ মাঠের খেলায় থাকলেও অভিবাসী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের কথা ভুলে যায়নি ডেনমার্ক ফুটবল ইউনিয়ন। বিশ্বকাপে কাতারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানানোর উদ্যোগ নিয়েছে দেশটি।

ফিফার আইন অনুযায়ী, কোনো ফুটবলার বা ফুটবল দল তাদের জার্সি বা ট্রাউজারে রাজনৈতিক বার্তা রাখতে পারবে না—না কোনো শব্দ দিয়ে, না কোনো চিহ্ন দিয়ে। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাতে গিয়ে ফিফার আইন না ভাঙার বিষয়টিও মাথায় রেখেছে ডেনমার্ক।

শেষ পর্যন্ত প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে কালো রঙের জার্সিকে, যেটিকে শোকের রং হিসেবে দেখছে ডেনিশ ফুটবল ইউনিয়ন।

বিশ্বকাপে সাধারণত দুই ধরনের জার্সি তৈরি করে দলগুলো। একটি ‘হোম’ ম্যাচের জন্য, আরেকটি ‘অ্যাওয়ে’ ম্যাচের জয়। ডেনমার্কের এ দুটি জার্সি হচ্ছে অল রেড এবং অল হোয়াইট বা সম্পূর্ণ লাল ও সম্পূর্ণ সাদা।

ডেনমার্ক তৃতীয় আরেকটি জার্সি তৈরি করেছে কালো রঙের। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হামেল ইনস্টাগ্রামে বিবৃতিতে লিখেছে, ‘ডেনিশ জাতীয় দলের নতুন জার্সির মাধ্যমে আমরা দুটি বার্তা দিতে চেয়েছি। ১৯৯২ ইউরোয় ডেনমার্ক ফুটবলের সেরা সাফল্যের প্রতি যেমন শ্রদ্ধা জানানো হয়েছে, তেমনি কাতারে মানবাধিকার লঙ্ঘনে রেকর্ডের প্রতিবাদও জানানো হয়েছে।’

আরও পড়ুন

সম্পূর্ণ কালো রঙের জার্সিটির ছবি প্রকাশ করে এটিকে ‘শোকের রং’ বলেছে হামেল। এমন কিছুর ইঙ্গিত অবশ্য গত নভেম্বরেই দিয়েছিল ডেনিশ ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপের জার্সিতে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ দেওয়া হবে বলে জানানো হয়েছিল ওই সময়।

তবে হামেলের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে কাতার বিশ্বকাপের আয়োজক কমিটি। সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগাসির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘ফিফা বিশ্বকাপে স্টেডিয়াম ও টুর্নামেন্টের অন্যান্য স্থাপনা নির্মাণে জড়িত ৩০ হাজার শ্রমিকের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় আমাদের সত্যিকারের প্রতিশ্রুতিকে এভাবে তুচ্ছ করাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। আন্তর্জাতিক মানবাধিকার সম্প্রদায় আমাদের কাজকে একটি মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে, জীবনমানের অগ্রগতি ঘটিয়েছে।’

আরও পড়ুন

গত বছর গার্ডিয়ানের এক খবরে বলা হয়, কাতারে বিশ্বকাপের স্টেডিয়াম, মেট্রোরেল, রাস্তা এবং হোটেল নির্মাণের সঙ্গে যুক্ত সাড়ে ছয় হাজার শ্রমিক মারা গেছেন।

বিশ্বকাপে ডেনমার্কের অভিযান শুরু হবে ২২ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ডি’ গ্রুপে তাদের অপর দুই সঙ্গী বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও অস্ট্রেলিয়া।