২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নিকো উইলিয়ামসের জন্য বার্সার চেয়ে দ্বিগুণ দাম দিতে চায় পিএসজি

নিকো উইলিয়ামসের গোল উদযাপনউয়েফা

ইউরোতে স্পেনের হয়ে অসাধারণ ফুটবল খেলেছেন নিকো উইলিয়ামস। দলের শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই উইঙ্গার। ইউরোর নজরকাড়া পারফরম্যান্সের পর ফুটবল-বিশ্বে আলোচনার কেন্দ্রে এই তরুণ। অ্যাথলেটিক বিলবাওয়ের এই ফুটবলারকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতেও।  

ইউরো চলাকালেই উইলিয়ামসকে ঘিরে বার্সেলোনার বিশেষ আগ্রহের কথা শোনা গিয়েছিল। স্পেনের মতো বার্সাতেও দুই উইংয়ে লামিনে ইয়ামাল ও উইলিয়ামসকে খেলানোর স্বপ্ন দেখছিল কাতালান ক্লাবটি। কিন্তু উইলিয়ামসকে পাওয়াটা যে সহজ হবে না, সে ইঙ্গিত তখনই পাওয়া যাচ্ছিল। ধারণা করা হচ্ছিল, বার্সার পাশাপাশি আরও একাধিক ক্লাব ২২ বছর বয়সী এই তরুণ ফুটবলারকে দলে ভেড়ানোর লড়াইয়ে নামবে।

আরও পড়ুন

এবার জানা গেছে, বার্সার পাশাপাশি পিএসজিও নিকো উইলিয়ামসকে পাওয়ার জন্য মাঠে নেমেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম কাতালুনিয়া রেডিও জানিয়েছে, গ্রীষ্মের দলবদলে উইলিয়ামসকে দলে টানতে মরিয়া হয়েই মাঠে নেমেছে পিএসজি।

পিএসজির কোচ লুইস এনরিকে নিজেও একজন স্প্যানিশ। সেটিকেও উইলিয়ামসের প্রতি পিএসজির আগ্রহের কারণ হিসেবে দেখছেন অনেকে। শুধু এটুকুই নয়, উইলিয়ামসকে কিনতে নাকি রীতিমতো টাকার বস্তা নিয়ে নামতে যাচ্ছে প্যারিসের ক্লাবটি।

স্পেনের দুই তরুণ তুর্কি লামিনে ইয়ামাল (বাঁয়ে) ও নিকো উইলিয়ামস
এএফপি

এমনকি তারা নাকি উইলিয়ামসের জন্য প্রয়োজনে বার্সার চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতেও রাজি। তবে এখন পর্যন্ত নিজের দলবদল নিয়ে কোনো কথা বলেননি উইলিয়ামস। ইউরো জেতার পর আপাতত ছুটি কাটাচ্ছেন স্পেনের তরুণ ফুটবলার। হয়তো ছুটি শেষেই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এ উইঙ্গার।

আরও পড়ুন

এই দলবদলে ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে গেছেন কিলিয়ান এমবাপ্পে। মূলত উইলিয়ামসকে এমবাপ্পের বিকল্প হিসেবেই এখন ভাবছে পিএসজি। উইলিয়ামসকে দিয়ে একই সঙ্গে গোল করানোর পাশাপাশি খেলা তৈরির কাজটাও করাতে চায় তারা। অন্যদিকে বার্সাও এখন উইলিয়ামসকে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। এ ক্ষেত্রে তারা হয়তো উইলিয়ামসের বন্ধু লামিনে ইয়ামালের সহায়তাও নেওয়ার চেষ্টা করবে।