বার্সার সঙ্গে স্বৈরশাসকের সম্পর্ককে ইঙ্গিত করে মাদ্রিদ টিভির প্রশ্ন, ‘ক্ষমতাসীনদের দল কারা?’
‘নেগ্রেরিয়া-কাণ্ডে’ উত্তপ্ত স্পেনের ফুটবল। এটি নিয়ে দ্বন্দ্ব এখন শুধু বার্সেলোনা এবং লা লিগার মধ্যে সীমিত নেই। এর মধ্যে জড়িয়ে পড়েছে লা লিগার পরাশক্তি ও বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। সম্প্রতি এক সাক্ষাৎকারের রিয়ালের সঙ্গে ক্ষমতাসীনদের যুক্ত করে মন্তব্য করে আলোচনায় এসেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।
রিয়াল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে লাপোর্তার এ মন্তব্যের জবাব না দিলেও ক্লাবের অফিশিয়াল চ্যানেল রিয়াল মাদ্রিদ টিভির এক ভিডিওতে ঠিকই এর উত্তর দেওয়া হয়েছে। একটি ভিডিও চিত্র দেখিয়ে চ্যানেলটির পক্ষ থেকে বার্সাকে পাল্টা প্রশ্ন রেখে জিজ্ঞেস করা হয়েছে, ‘ক্ষমতাসীনদের দল আসলে কারা?’
বার্সার বিরুদ্ধে অভিযোগ, ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত নেগ্রেরিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠানকে ৭.৩ মিলিয়ন ইউরো প্রদান করেছে তারা। যদিও শুরু থেকে এ অভিযোগ অস্বীকার করে আসছে কাতালান ক্লাবটি।
এর মধ্যে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বার্সার নেগ্রেরিয়া-কাণ্ড নিয়ে গভীর উদ্বেগের কথা জানায় রিয়াল কর্তৃপক্ষ। পাশাপাশি আইনি কাজে সহায়তার কথাও জানায় তারা। রিয়ালের এই বিবৃতির সমালোচনা করে সম্প্রতি এর জবাব দিয়েছেন বার্সা সভাপতি লাপোর্তা।
রিয়ালকে ‘ক্ষমতাসীনদের দল’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘রেফারির সিদ্ধান্তের কথা বললে সেদিক থেকে ঐতিহাসিকভাবে রিয়াল সুবিধা পাওয়া দল। ঐতিহাসিকভাবে এবং সাম্প্রতিক সময়েও এমন সুবিধা তারা পেয়েছে। ক্ষমতার কাছাকাছি থাকার কারণে এটা ক্ষমতাসীনদের দল হিসেবে পরিচিত। এখন সেটা রাজনৈতিক ক্ষমতা হোক কিংবা অর্থনৈতিক।’
বার্সা সভাপতির এই মন্তব্যের আনুষ্ঠানিক কোনো জবাব না দিলেও রিয়াল মাদ্রিদ টিভির পক্ষ থেকে ঠিকই বার্সাকে একহাত নেওয়া হয়েছে। এক ভিডিও চিত্রে ‘কোন দলটি ক্ষমতাসীনদের’, এমন প্রশ্ন করে বার্সার সঙ্গে ডানপন্থী স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর সম্পর্কের দিকে আঙুল তোলা হয়েছে। ১৯৩৯ থেকে ১৯৭৫ সালে মৃত্যুর আগপর্যন্ত স্পেনের ক্ষমতা ছিল ফ্রাঙ্কোর হাতে।
ভিডিওটিতে বলা হয়, ‘ন্যু ক্যাম্পের উদ্বোধন করেন ফ্রাঙ্কোর মন্ত্রী জোসে সলিস রুইজ। বার্সেলোনা ফ্রাঙ্কোকে ১৯৬৫ সালে সম্মানসূচক সদস্য পদ দেয় এবং তিনটি অনুষ্ঠানে তাঁকে পুরস্কার প্রদান করে।’ এ সময় ক্যাম্প ন্যুর ক্লাবটিকে ফ্রাঙ্কো তিনবার দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছেন বলেও মন্তব্য করেছে রিয়াল টিভি।
সেখানে আরও বলা হয়, ‘ফ্রাঙ্কোর অধীন বার্সেলোনা আটটি লা লিগা এবং নয়টি কোপাস দেল জেনারেল (বর্তমানে কোপা দেল রে) জিতেছে। আর ফ্রাঙ্কোর সময়ে মাদ্রিদের স্প্যানিশ লিগ জিততে লেগেছে ১৫ বছর।’