নেইমার নিজের পেট দেখিয়ে বললেন, ‘আমি মোটা নই’
গত বছরের ১৭ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে পড়েন নেইমার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পড়া সেই চোট নেইমারকে ছিটকে দিয়েছে চলতি বছরের জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা থেকেও। ব্রাজিলিয়ান এই তারকা বর্তমানে চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসনে আছেন।
ফুটবল থেকে দূরে থাকলেও নেইমার কিন্তু একেবারে আড়ালে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি আছে তাঁর। এরই মধ্যে নৌবিহারে ঘুরতেও দেখা গেছে তাঁকে। সম্প্রতি অংশ নিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ৫৮তম জন্মদিনের অনুষ্ঠানেও। সেই অনুষ্ঠানের কিছু ছবি সামনে আসার পর সমালোচনার মুখে পড়েন ব্রাজিল ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেসব ছবিতে নেইমারকে বেশ মোটা দেখা যায়। ছবি দেখে মনে হচ্ছিল, ফুটবল থেকে দূরে থাকায় ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেননি আল হিলাল তারকা। এ নিয়ে সমালোচনার পাশাপাশি তাঁকে নিয়ে বেশ হাস্যরসও হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্ট এসব সমালোচনা ও হাস্যরসের জবাব দিতে দেরি করেননি নেইমার।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের জবাব দিয়েছেন নেইমার, যেখানে ছবির সঙ্গে একাধিক ভিডিও শেয়ার করেছেন এই ফুটবলার। শেয়ার করা প্রথম ছবিতে নেইমারকে দেখা দেখা যায় একটি ব্যায়ামাগারে। এরপর দ্বিতীয় স্টোরিতে একটি ভিডিওতে তাঁকে দেখা যায়, ব্যায়াম করে ঘাম ঝরাচ্ছেন। তৃতীয় ভিডিওতে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে কথা বলতে দেখা যায় নেইমারকে।
যেখানে সমালোচকদের দূরে থাকার পরামর্শ দিয়ে তিরস্কার করে বলেছেন, ‘আজকের অনুশীলন শেষ। অতিরিক্ত ওজন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু মোটা? সম্ভবত না।’ এ সময় টি-শার্ট উঁচিয়ে নিজের পেট ও শরীর দেখান সাবেক এই বার্সেলোনা তারকা।
চোট নেইমারের ক্যারিয়ারে নতুন কিছু নয়। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ গতকাল জানিয়েছে, ২০২০ সাল থেকে চোটের কারণে এ পর্যন্ত ৪২৪ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। গত ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, আগামী কোপা আমেরিকায় নেইমার খেলতে পারবেন না।
গত ১৯ ডিসেম্বর ব্রাজিলের রেদে৯৮ রেডিওকে লাসমার বলেছেন, ‘কোপা খুব কাছেই। পুনর্বাসনপ্রক্রিয়ার প্রতিটি ধাপ পার না করে তাড়াহুড়া করা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। আমাদের প্রত্যাশা হচ্ছে, সে ২০২৪ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে, মানে আগস্টে মাঠে ফেরার জন্য পুরোপুরি ফিট হবে।’
যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে ২০ জুন থেকে, শেষ হবে ১৪ জুলাই। লাসমারের কথানুযায়ী, কোপা আমেরিকায়ও নেইমারকে দর্শক হয়ে থাকতে হবে।