অপরাজিত থেকে ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ করলেন নিস্টলরয়

ইউনাইটেডের দুই জয়ের নায়ক ব্রুনো ফার্নান্দেজ ও আলেহান্দ্রো গারনাচোএএফপি

ম্যানচেস্টার ইউনাইটেড ৩ : ০ লেস্টার সিটি

অপরাজিত থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডে চার ম্যাচের কোচিং অধ্যায় শেষ করলেন রুদ ফন নিস্টলরয়। ২৭ অক্টোবর ব্যর্থতার দায়ে এরিক টেন হাগ চাকরি হারানোর পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান ডাচ কিংবদন্তি নিস্টলরয়। ইউনাইটেডে টেন হাগের সহকারী হিসেবেই কাজ করছিলেন সাবেক এই কোচ।

টেন হাগের অবর্তমানে মাত্র ৪ ম্যাচ ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন নিস্টলরয়। যার মধ্যে তিনটিতেই দলকে এনে দিয়েছেন জয়, অন্য ম্যাচটি ড্র হয়েছে। সর্বশেষ আজ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে লেস্টার সিটিকে হারিয়েছে নিস্টলরয়ের ইউনাইটেড। আজকের পর আর ইউনাইটেডের কোচ হিসেবে থাকবেন না সাবেক এই ডাচ স্ট্রাইকার।

আরও পড়ুন

পূর্ণ মেয়াদে কোচের দায়িত্ব নিয়ে দলে আসবেন পর্তুগিজ কোচ রুবেন আমোরিম। তবে স্বল্প সময়ের দায়িত্বেও সমর্থকদের মন জয় করেছেন নিস্টলরয়। ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনও পেয়েছেন তিনি। আজ শুরু থেকেই দারুণ ফুটবল খেলা ইউনাইটেডের হয়ে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও আলেহান্দ্রো গারানচো। অন্য গোলটি ছিল আত্মঘাতী। এই জয়ে ১১ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে থাকল ইউনাইটেড। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লেস্টারের অবস্থান ১৫।  

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকে বলের দখলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে দারুণ সব আক্রমণও তৈরি করে তারা। প্রথম দিকে কয়েকবার কাছাকাছি গিয়ে বারবার ব্যর্থ হয় ‘রেড ডেভিল’রা। তবে ১৭ মিনিটে আমাদ দিয়ালো ও ব্রুনো ফার্নান্দেজের বোঝাপড়ায় দারুণ এক গোল করে ইউনাইটেড। বাঁ-প্রান্ত দিয়ে গড়া আক্রমণে খানিকটা ফাঁকা জায়গায় বল আসতে দেখে কয়েক কদম হেঁটে যান আমাদ।

অন্তবর্তীকালীন কোচ হিসেবে ইউনাইটেডের দায়িত্ব শেষ করলেন রুদ ফন নিস্টলরয়
এএফপি

এরপর অনেকটা আকস্মিকভাবে দারুণ এক ব্যাকহিলে বল পাঠান ফার্নান্দেজের উদ্দেশে। বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়ে দারুণ শটে বল জালে জড়ান ইউনাইটেড অধিনায়ক। গোল খেয়ে কিছুটা জেগে ওঠার চেষ্টা করে লেস্টার। ২৮ মিনিটে সুযোগও এসেছিল। কিন্তু ইউনাইটেড গোলরক্ষকক আন্দ্রে ওনানাকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন উইলফ্রেদ এনদিদি।

লেস্টার না পারলেও ভুল করেনি ইউনাইটেড। লেস্টার ডিফেন্সকে চাপে রেখে ৩৮ মিনিটে ঠিকই নিজেদের দ্বিতীয় গোল আদায় করে নেয় তারা। বক্সের ভেতের ধেয়ে আসা ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান ভিক্টর ক্রিস্টিয়ানসেন। প্রথমার্ধের যোগ করা সময়ে অল্পের জন্য তৃতীয় গোলটি পাওয়া হয়নি ইউনাইটেডের।
বিরতির পরও আক্রমণকে পাখির চোখ করে ইউনাইটেড।

আরও পড়ুন

এ সময় লেস্টারও চেষ্টা করে ম্যাচে ফেরার। কিন্তু খুব একটা সুযোগ পাচ্ছিল না কোনো দলই। আক্রমণগুলো খেই হারাচ্ছিল প্রতিপক্ষের রক্ষণের কাছাকাছি গিয়ে। তবে ম্যাচের ৮২ মিনিটে দেখা মেলে গারনাচোর চমক। দুর্দান্ত এক প্রতি-আক্রমণে ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট নিয়ে ব্যবধান ৩-০ করেন গারনাচো। এই গোলেই শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

আরও পড়ুন

রাতের অন্য ম্যাচে ইপসউইচ টাউনের কাছে হেরে গেছে টটেনহাম। স্পারদের বিপক্ষে ২-১ গোলে পাওয়া জয়টিই লিগে ২০০২ সালের এপ্রিলের পর ইপসউইচের প্রথম জয়। এই জয়ে অবনমন অঞ্চল থেকেও বেরিয়ে আসল ইপসউইচ।