এমবাপ্পের সঙ্গে খারাপ সম্পর্ক নিয়ে যা বললেন পিএসজি কোচ

পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও প্রধান কোচ লুইস এনরিকেএএফপি

সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলের সময় কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এত নাটক হয়েছে যে একসময় মনে হচ্ছিল, এই বুঝি তাঁর পিএসজি অধ্যায় শেষ হয়ে গেল। পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে রাজি না হওয়ায় ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে ফরাসি ফরোয়ার্ডের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল।

একদিকে ক্লাব এমবাপ্পেকে বিক্রি করে দিতে উঠেপড়ে লাগে, অন্যদিকে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি থেকে যেতে গোঁ ধরে থাকেন। কারণ, মেয়াদ পূর্ণ করার পর এমবাপ্পে চলে গেলে দলবদল থেকে একটি কানাকড়িও পাবে না পিএসজি। আর তিনি মেয়াদ পূর্ণ করে ক্লাব ছাড়লে ৮ কোটি ইউরো আনুগত্য বোনাসের পুরোটাই পাবেন। এ নিয়ে মনোমালিন্যে একপর্যায়ে এমবাপ্পেকে পিএসজির মূল স্কোয়াড থেকে ‘বম্ব স্কোয়াডেও’ পাঠিয়ে দেওয়া হয়েছিল।

এমবাপ্পেকে নিয়ে তৈরি হওয়া জটিলতায় কোচ লুইস এনরিকের সঙ্গেও তাঁর সম্পর্কে ফাটল ধরেছিল—এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। এমবাপ্পে তো ‘বম্ব স্কোয়াড’ নিয়ে এনরিকের মূল স্কোয়াডকে হারিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।

শেষ পর্যন্ত দুই পক্ষ বৈঠকে বসে সমঝোতার পর এমবাপ্পেকে পিএসজির মূল স্কোয়াডে ফেরানো হয়। তবে গত কদিন ধরে আবারও কানাঘুষা চলতে থাকে, কোচ এনরিকের সঙ্গে এমবাপ্পের সম্পর্কে অবনতি হয়েছে। তবে এ ধরনের খবর উড়িয়ে দিয়েছেন ৫৩ বছর বয়সী স্প্যানিশ কোচ।

এমবাপ্পের সঙ্গে এনরিকের কোনো ঝামেলা নেই
টুইটার

ফ্রেঞ্চ লিগ আঁতে আজ রাতে মেসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। সর্বোচ্চ ৩৭ পয়েন্ট নিয়ে পিএসজি লিগ শিরোপা ধরে রাখার পথেই হাঁটছে। ১৬ পয়েন্ট নিয়ে মেস আছে ১৪ নম্বরে। খেলাটা ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে হতে চলায় সন্দেহাতীতভাবে পিএসজিই ফেবারিট। তাই এ ম্যাচের পরিকল্পনা ও প্রতিপক্ষ নিয়ে আলোচনার চেয়ে সাংবাদিকেরা এনরিকেকে এমবাপ্পের সঙ্গে খারাপ সম্পর্কের গুঞ্জন নিয়েই প্রশ্ন করেছেন বেশি।

আরও পড়ুন

জবাবে এনরিকে বলেছেন, ‘আমাদের সম্পর্ক সব সময়ই ভালো। আমাদের মধ্যে এখনো জুটি গড়ে ওঠেনি, তবে কাছাকাছি পর্যায়ে আছে। আসলে সে নিজেই আমার সঙ্গে জুটি বাঁধতে চায় না (হাসি)। আমি জানি না, আপনারা (সাংবাদিকেরা) বারবার কেন এই প্রশ্ন করে চলেছেন। দলের বেশির ভাগ খেলোয়াড়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। কিলিয়ানের সঙ্গেও সম্পর্কটা শুরু থেকেই ঘনিষ্ঠ। সে এমন একজন, যে সব সময় হাসে এবং রসিকতা করে। শুধু কিলিয়ানকে নিয়েই নয়, দলের সবাইকে নিয়েই আমি আনন্দিত। এমনকি যারা একটু কম খেলার সুযোগ পায়, তাদের নিয়েও।’

আজ এমবাপ্পের ২৫তম জন্মদিন। বিশেষ দিন উপলক্ষে এনরিকে তাঁকে ভবিষ্যতের শুভকামনা জানিয়ে রাখলেন এভাবে, ‘সে এখনো তরুণ, আমার ছেলের বয়সী। আমার আশা, সে ব্যক্তিগত ও দলগতভাবে আরও অনেক সাফল্য পাবে। ওর ক্যারিয়ার সাফল্যে পরিপূর্ণ থাকবে। আমার আশা আমি পিএসজিতেই থাকব এবং ওর ক্যারিয়ারের উন্নতিতে সহায়তা করতে পারব। সে অনেক বড় মাপের খেলোয়াড়। সে মানুষ হিসেবে কেমন, এখন তো সেটাও জানার সুযোগ হচ্ছে। ওর মতো খেলোয়াড় দলে থাকা সত্যিই দারুণ ব্যাপার।’  

এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে করেছেন ১৯ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ২টি। ২৫তম জন্মদিনের রাতেও নিশ্চয় বিশেষ কিছু করতে চাইবেন।