২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হারের পর সাংবাদিকের ওপর মেজাজ হারালেন ক্লপ

সময়টা ভালো যাচ্ছে না ক্লপ ও লিভারপুলেরছবি: রয়টার্স

লিভারপুলের এমন হতশ্রী পারফরম্যান্স, ইয়ুর্গেন ক্লপ মেজাজ ঠিক রাখেন কীভাবে! কিন্তু সেই মেজাজ নিজের খেলোয়াড়দের ওপর না দেখিয়ে বাইরের লোকের ওপর দেখানো শুরু করেছেন লিভারপুল কোচ।

গতকাল উলভসের বিপক্ষে ৩–০ গোলে হারের পর ক্লপ মেজাজ দেখালেন এক সাংবাদিকের ওপর। সংবাদ সম্মেলনে সেই সাংবাদিক ক্লপকে নিরীহ এক প্রশ্নই করেছিলেন, জানতে চেয়েছিলেন, মৌসুমজুড়ে প্রতিটি ম্যাচে লিভারপুলের ধীরলয়ের শুরু নিয়ে। সাংবাদিকের প্রশ্ন ছিল, সেটি মানসিকতার ব্যাপার, নাকি দলের কৌশল। প্রশ্নটা শুনেই তেলে–বেগুনে জ্বলে ওঠেন লিভারপুল কোচ।

আরও পড়ুন

সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘মৌসুমজুড়ে একটা ধারা চলে আসছে, লিভারপুল প্রতি ম্যাচেই খুব ধীরে শুরু করছে। আমি জানি, আপনি বলেছিলেন, এটা ব্যাখ্যা করতে পারবেন না। কিন্তু আপনি কি মনে করেন এটা মানসিকতার ব্যাপার? এটা কি আপনি দলকে একটা ম্যাচের জন্য যেভাবে তৈরি করছেন, তার প্রতিফলন? আসলে আপনি সপ্তাহজুড়েই দলকে অনুশীলন মাঠে এভাবেই খেলান...’

ডাগআউটে বসে কাল এমনই অবস্থা ছিল ক্লপের
ছবি: রয়টার্স

উত্তরে ক্লপ রীতিমতো আক্রমণই করেছেন সেই সাংবাদিককে। তিনি তাঁকে অভিযুক্ত করেছেন লিভারপুলবিরোধী সাংবাদিক হিসেবেই, ‘আপনার সঙ্গে কথা বলা কঠিন। আমি যদি শতভাগ সৎ হই, আপনার সঙ্গে কথা বলতে চাই না। আপনি যেসব কথাবার্তা লিখেছেন (লিভারপুল সম্পর্কে)। আপনি ছাড়া অন্য কেউ যদি প্রশ্নটা করেন, তাহলে হয়তো উত্তর দিতে পারি।’

শনিবার উলভসের কাছে ৩–০ গোলে হেরেছে লিভারপুল
ছবি: রয়টার্স

অন্য এক সাংবাদিক একই প্রশ্ন করেছিলেন। ক্লপ অবশ্য তাঁর প্রশ্নের উত্তর দিয়েছেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে আমরা ম্যাচে কিছুটা ধীরে শুরু করছি। তবে এটা করা হচ্ছিল মৌসুমের প্রথম দিকে। তখন এর পেছনে কিছু কারণ ছিল। কিন্তু এখন তা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু উলভসের বিপক্ষে ম্যাচে এটা একটা বড় সমস্যাই ছিল। কারণ এ ধরনের ম্যাচে এমন কিছু মোটেও গ্রহণযোগ্য নয়।’

আরও পড়ুন

ক্লপ আরও বলেছেন, ‘আপনারা সমালোচনা করতে পারেন, আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, আপনারা যা খুশি তা–ই বলতে পারেন। আমার বলার কিছু নেই। উলভস ম্যাচের শুরুর ১২ মিনিট মেনে নেওয়া যায় না। এখানে আমরা যে প্রস্তুতি নিয়ে খেলতে এসেছি, গোটা মৌসুমের কথাই বলব আমরা যা করতে চেয়েছি, তা পারিনি, উলভসের বিপক্ষে ম্যাচ সেটিরই প্রতিফলন। আমাকে বলতেই হচ্ছে, যা হচ্ছে, এটা মেনে নেওয়া খুব কঠিন।’

ডাগআউটে অসহায় ক্লপ
ছবি: রয়টার্স

লিভারপুলে কোচ হিসেবে সম্ভবত সবচেয়ে বাজে সময় পার করছেন ক্লপ। এ মৌসুমে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে লিভারপুলের অবস্থান দশম। দলের এমন বেহাল যেন ক্লপপূর্ববর্তী অবস্থাকেই মনে করিয়ে দিচ্ছে। যখন হার ও ব্যর্থতা ছিল দলটির নিত্যসঙ্গী। প্রিমিয়ার লিগে সর্বশেষ শনিবার রাতে উলভসের কাছে ৩-০ গোলে হেরেছে লিভারপুল।

আরও পড়ুন

হারের পর ক্লপ অবশ্য বলেছেন, এ অবস্থা কাটিয়ে ওঠার ব্যাপারে তিনি এখনো আত্মবিশ্বাসী। পাশাপাশি প্রতিপক্ষ উলভসের খেলার ধরন নিয়েও সমালোচনা করেছেন লিভারপুল কোচ। বলেছেন, উলভসের শেষ গোলটিকে গোনায়ই ধরছেন না। তবে ক্লপের সমালোচনার জবাব উলভস দিয়েছে নিজেদের টুইটার অ্যাকাউন্টে ক্লপকে ট্রল করে।