মোহামেডানের হারে হতাশ নকীব

ফর্টিসের খেলোয়াড়দের গোলের উচ্ছ্বাসছবি: সংগৃহীত

ম্যাচের পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীবের কণ্ঠে হতাশা, ‘এই দল নিয়ে এবারের প্রিমিয়ার লিগে বেশি দূর যাওয়া যাবে না। মধ্যবর্তী দলবদলে বেশ কয়েকজন ফুটবলারকে বদলিয়ে নতুন ফুটবলার নিতে হবে।’

প্রিমিয়ার ফুটবল লিগে আজ কুমিল্লা স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নবাগত ফর্টিস এফসির কাছে ৪-৩ গোলে হেরেছে মোহামেডান। ম্যাচের পর তাই ক্ষোভ ছিল নকীবের কণ্ঠে। জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে অনেকের টাকা পাওনা আছে ক্লাবের কাছে। ম্যচের ফলাফলে এটাও প্রভাব ফেলতে পারে। আমি খুব হতাশ। নতুন দল ফর্টিসের সঙ্গে এগিয়ে থেকেও হারব, ভাবিনি। এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। সহজ সুযোগ নষ্ট করে আমরা হারলাম ম্যাচটা।’

এই জয়ে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল ফর্টিস। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেলে সাদা-কালোরা।

আরও পড়ুন
ম্যাচ শেষে ফর্টিসের খেলোয়াড়দের মোহামেডানকে হারানোর উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

লিগের শুরু থেকেই মোহামেডান ধুঁকছে। একমাত্র সোলেমান দিয়াবাতে ছাড়া দলে গোল করার মতো কোনো ফুটবলার নেই। রক্ষণভাগের অবস্থাও ভঙ্গুর। আজকের ম্যাচেও ফুটবলাররা গোলের সুযোগ নষ্ট করেছেন একাধিকবার।

লিগে এ পর্যন্ত ৯ ম্যাচে মাত্র ২ জয়ের দেখা পেয়েছে মোহামেডান। ৪ ম্যাচ হেরেছে। ৩ ড্র। ফর্টিসেরও এটি দ্বিতীয় জয়। মোহামেডানকে হারিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখল ফর্টিস। ৯ ম্যাচে সব মিলিয়ে ২ জয়, ৫ ড্র ও ২ হার ফর্টিসের।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ৭ গোলের দুর্দান্ত এক রোমাঞ্চকর ম্যাচ দেখেছেন দর্শকেরা। প্রথমার্ধে মাত্র একটি গোল হয়েছে। বাকি ৬টি গোল হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের শুরুতে দুই দল সমানে সমান লড়ছিল। কিন্তু ২১ মিনিটে বক্সের বাইরে মিনহাজেদুল আবেদিন বাল্লু ফাউলের শিকার হন। ফ্রি–কিকও নেন তিনিই। মোহামেডানের এই ডিফেন্ডারের নিখুঁত শট এরপর ফর্টিসের গোলরক্ষক মিতুল মারমাকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় জাল।

আরও পড়ুন
নবাগত ফর্টিসের বিপক্ষে মোহামেডানের আক্রমণ
ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের ভেতর থেকে গড়ানো শটে ব্যবধান দ্বিগুণ করেন সোলেমান দিয়াবাতে। ততক্ষণে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে মোহামেডান। কিন্তু কে জানত ম্যাচের চেহারা বদলে যাবে এভাবে! গোলের পর থেকেই ফর্টিসের ফুটবলারদের যেন গোলের নেশা পেয়ে বসে। পেয়ে বসে জয়ের নেশাও। ৬৪ মিনিটে মজিবুর রহমান সমতায় ফেরান ফর্টিসকে (২-২)। এরপর ৭০ মিনিটে আফগানিস্তানের ফরোয়ার্ড আমিরুদ্দিন শরীফির গোলে এগিয়ে যায় ফর্টিস। গোল শোধে মরিয়া মোহামেডান তখন আরও আক্রমণাত্মক খেলেছে। আমির হোসেনের গোলে ৭৭ মিনিটে আবারও স্কোরলাইন ৩-৩ করে মোহামেডান। কিন্তু এই গোলের স্থায়িত্ব ছিল মাত্র দুই মিনিট। ৭৯ মিনিটে দানিলো কুইপ্পার গোলে (৪-৩) শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ফর্টিস।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল। ২৯ মিনিটে জুনিয়র মাপুকুর গোলে এগিয়ে যায় রাসেল। কিন্তু ৪৪ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেডে সমতায় ফেরান রহমতগঞ্জের শোখরুখবেক খোলমাতোভ। এই ড্রয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ রাসেল। সমান ম্যাচে রহমতগঞ্জের ৯ পয়েন্ট, আটেই রইল দলটি।

মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধাকে। জয়ী দলের ১টি করে গোল করেছেন শুকুর আলী ও ইমতিয়াজ রহমান।

আরও পড়ুন