আর্জেন্টিনা দলে দুঃসংবাদ, সিমিওনের ছেলেকে জরুরি ডাক

সামনে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ছবিটি প্যারাগুয়ের কাছে হারের পর তোলাএএফপি

বাংলাদেশ সময় বুধবার সকালে ২০২৪ সালের সর্বশেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) এই ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ পেরু। বুয়েনস এইরেসে হতে যাওয়া এই ম্যাচের আগে আর্জেন্টিনা দলে লেগেছে জোড়া ধাক্কা। চোটের কারণে পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না দুই নিয়মিত খেলোয়াড়ের।

এমন পরিস্থিতিতে দলে জরুরি ডাক দেওয়া হয়েছে গিলিয়ানো সিমিওনেকে। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে। এখনো জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা গিলিয়ানো বাবার ক্লাব আতলেতিকোতেই খেলেন।

পেরুর বিপক্ষে ম্যাচে দুই ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরোকে পাচ্ছে না আর্জেন্টিনা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, ডান ঊরুর চোটে ভুগছেন মোলিনা। গত পরশু প্যারাগুয়ে ম্যাচের একাদশে থাকা এই রাইট ব্যাক সেদিনই পুরো ম্যাচ খেলতে পারেননি। তাঁর জায়গায় বদলি করা হয়েছিল গনজালো মন্তিয়েলকে।

আর্জেন্টিনা দলের অনুশীলনের পথে লিওনেল স্কালোনি ও তাঁর দল
আর্জেন্টিনা ফুটবল দলের ফেসবুক পেজ থেকে

এরই মধ্যে মোলিনার দলে না থাকার খবর নিশ্চিত করে আর্জেন্টিনা দলের ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়েছে। একই পোস্টে গিলিয়ানো সিমিওনের অন্তর্ভুক্তির কথা জানানো হয়। গত জুলাইয়ে প্যারিস অলিম্পিকে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র গোলটি ছিল তাঁর।

আরও পড়ুন

মোলিনার পর আর্জেন্টিনা দল দ্বিতীয় দুঃসংবাদ পায় ‘কুতি’ নামের পরিচিত রোমেরোর কারণে। ইংলিশ ক্লাব টটেনহামে খেলা এই ডিফেন্ডার আগে থেকেই ডান পায়ের সমস্যায় ভুগছিলেন। প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। তবে ম্যাচে তাঁর পায়ের পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এরই মধ্যে দল থেকে বেরিয়ে ইংল্যান্ডেও চলে গেছেন রোমেরো। এই ডিফেন্ডারের জায়গায় পেরু ম্যাচের একাদশে দেখা যেতে পারে লিওনার্দো বালেরদিকে, যিনি প্যারাগুয়ে ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন।

এদিকে নিকোলাস তালিয়াফিকোকে নিয়েও শঙ্কা আছে। তবে এই মিডফিল্ডারের জন্য ফাকুন্দো মেদিনা তৈরি আছেন বলে জানিয়েছেন টিওয়াইসি স্পোর্টস।

২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ১০ দলের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯। কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে তিন এবং ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে চারে আছে।

আরও পড়ুন