লেভারকুসেনের নতুন রেকর্ড, ট্রেবলের পথেও আরেক ধাপ

ম্যাচশেষে দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় লেভারকুসেন খেলোয়াড়দেরএএফপি

এবার ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন আরও বেশি করেই দেখতে পারে বায়ার লেভারকুসেন। গত সপ্তাহে বুন্দেসলিগা জেতা জার্মান ক্লাবটি এবার জায়গা করে নিয়েছে ইউরোপা লিগের সেমিফাইনালে। কাল রাতে উয়েফা আয়োজিত দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ওয়েস্ট হামের সঙ্গে ১-১ ড্র করে লেভারকুসেন। প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় শেষ চারের টিকিট পেয়েছে দলটি।

ইউরোপা লিগ সেমিফাইনালে ওঠার পথে একটি রেকর্ডও গড়েছে লেভারকুসেন। ওয়েস্ট হামের সঙ্গে সমতায় শেষ হওয়া খেলাটি সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুসেনের টানা ৪৪তম অপরাজিত ম্যাচ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে এত বেশি ম্যাচ অপরাজিত থাকার কীর্তি আর কারও নেই।

লন্ডন স্টেডিয়ামে লেভারকুসেনকে বেশ কঠিন পরীক্ষাতেই ফেলেছিল ওয়েস্ট হাম। ১৩ মিনিটেই মিখায়েল আন্তনিওর গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি, যে লিড তারা ধরে রাখে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। এমনিতে ১-০ ব্যবধানে হারলেও ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে যেত লেভারকুসেন। কিন্তু অপরাজিত থাকার রেকর্ড গড়তে দরকার ছিল ড্র। ম্যাচের ৮৯তম মিনিটে লেভারকুসেনের দরকারি গোলটা এনে দেন ডাচ ডিফেন্ডার জেরেমি ফ্রিমপং।

ম্যাচে লেভারকুসেনকে বেশ চাপে রেখেছিল ওয়েস্ট হাম
এএফপি

যে দাপুটে ফুটবল খেলে লেভারকুসেন বায়ার্ন মিউনিখের রাজত্ব ভেঙে বুন্দেসলিগার ট্রফি জিতেছে, সেটির ছাপ ওয়েস্ট হামের বিপক্ষে ছিল না বলে ম্যাচ শেষে স্বীকারও করেছেন কোচ জাবি আলোনসো, ‘প্রথমার্ধে বল নিয়ে যে মানের তাড়না ও নিয়ন্ত্রণে রাখার দরকার ছিল, সেটা আমাদের যথেষ্ট ছিল না। ডুয়েলসে আমরা পিছিয়ে ছিলাম। দ্বিতীয়ার্ধে আমাদের নিজেদের সামর্থ্য দেখানোর দরকার ছিল। তখন আমরা ভালোও খেলেছি, নিয়ন্ত্রণও বেশি ছিল।’

আরও পড়ুন

ওয়েস্ট হামের সঙ্গে ড্র-টি লেভারকুসেনের সর্বশেষ ৪৪ ম্যাচের মধ্যে ষষ্ঠ। বাকি ৩৮টি ম্যাচই জিতেছে আলোনসোর দল।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকায় এতদিন শীর্ষে ছিল জুভেন্টাসের নাম।

লেভারকুসেন–ওয়েস্ট হাম ম্যাচে ছড়িয়েছে উত্তেজনাও
এএফপি

ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে লেভারকুসেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রোমাকে, যারা এসি মিলানকে হারিয়েছে ৩-১ অগ্রগামিতায়। সর্বশেষ ইউরোপা লিগেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল লেভারকুসেন-রোমা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ ড্র করলেও রোমে ১-০ ব্যবধানে হেরে বসায় থামতে হয়েছিল ফাইনালের আগেই। এবার ছন্দে থাকা লেভারকুসেনের সামনে তাই ‘প্রতিশোধে’রও সুযোগ।

ইউরোপা লিগের বাইরে ডিএফবি পোকাল জেতারও সুযোগ আছে লেভারকুসেনের সামনে। জার্মানির ঘরোয়া কাপ টুর্নামেন্টটির ফাইনালে লেভারকুসেনের প্রতিপক্ষ কাইজারস্লাটার্ন। দলটি বুন্দেসলিগার দ্বিতীয় স্তরে খেলে।

আরও পড়ুন