২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কোচ ছাঁটাইয়ের হাটবাজার

২০২২–২৩ মৌসুমে ছাঁটাই হওয়া কোচদের কয়েকজন। বাঁ থেকে গ্রাহাম পটার, ইউলিয়ান নাগলসমান, আন্তনিও কন্তে ও টমাস টুখেল।

কোচ ছাঁটাইয়ে এবার ‘রেকর্ড’ গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ফুটবলের সবচেয়ে ধনী লিগটিতে ২০২২-২৩ মৌসুমে ১৪ জন কোচ চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। প্রিমিয়ার লিগে এর আগে কখনো এক মৌসুমে দশজনের বেশি কোচের চাকরি যায়নি।

শুধু ইংলিশ প্রিমিয়ার লিগেই নয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই এবার কোচ বদল ছিল নিত্য ঘটনা। প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’, বুন্দেসলিগা ও লিগ আঁ-তে মোট ৯৮টি ক্লাব অংশ নিয়েছে। এর মধ্যে ৪৬টি ক্লাবেই মৌসুমের শুরুতে থাকা কোচ বিদায় নিয়েছেন। এর বেশির ভাগই ক্লাব কর্তৃপক্ষ থেকে বরখাস্ত হওয়া, গুটিকয় আছেন অন্য একটি ক্লাবে নিজেই চাকরি নিয়ে চলে গেছেন।

বিশ্বজুড়ে চলা ৬০টি শীর্ষ লিগের কোচ নিয়ে একটি বিশ্লেষণ চালিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) ফুটবল অবজারভেটরি।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠানটি ৮৫০টি দলের কোচ নিয়ে বিশ্লেষণ করে দেখেছে, ২০২২-২৩ মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৮৪টি ক্লাবে কোচের দায়িত্বে পরিবর্তন এসেছে, যা মোট ক্লাবের ৫৬ দশমিক ৯ শতাংশ।

আরও পড়ুন

এর মধ্যে সবচেয়ে বেশি কোচ বদল করেছে সাবেক যুগোস্লাভিয়ার তিন দেশ বসনিয়া, নর্থ মেসিডোনিয়া ও সার্বিয়া। বসনিয়ার প্রেমিয়াল লিগায় ১১ ক্লাবের ১০টি, মেসিডোনিয়ার ফার্স্ট লিগে ১১টির ১০টি এবং সার্বিয়ার সুপার লিগায় ১৬টির ১৪টি ক্লাবই কোচ বদলেছে।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ ১৪ জন কোচ বদলের ঘটনা ঘটেছে প্রিমিয়ার লিগে। এই লিগে ১০টি ক্লাব কোচ বরখাস্ত করেছে, ব্রাইটনের কোচ (গ্রাহাম পটার, যিনি পরে চেলসি থেকে ছাঁটাই হন) চাকরি ছেড়েছেন। এক মৌসুমের মধ্যে দুজন কোচকে ছাঁটাই করেছে চেলসি, টটেনহাম, সাউদাম্পটন ও লিডস ইউনাইটেড।

আরও পড়ুন

সব মিলিয়ে প্রিমিয়ার লিগে ২০ ক্লাবের মধ্যে কোচ বদল হয়েছে ১১টির, যা মোট ক্লাবের ৫৫ শতাংশ। লা লিগায় কোচ বদল হয়েছে ৫০ ভাগ ক্লাবে, অর্থাৎ ২০ ক্লাবের ১০টিতেই কোচ পদে পরিবর্তন এসেছে। ফ্রান্সের লিগ আঁ-তেও সংখ্যাটা একই—২০ ক্লাবের অর্ধেকই বদল।

জার্মানির বুন্দেসলিগায় খেলে ১৮টি ক্লাব, এখানে পরিবর্তন এসেছে ৮টি অর্থাৎ ৪৪ দশমিক ৪ শতাংশ ক্লাবে। শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে কম ৭টি ক্লাব (২০টির মধ্যে) কোচ বদল করেছে ইতালির সিরি ‘আ’-তে।

আরও পড়ুন

কোচ বদলের সংখ্যায় সবচেয়ে কম হলেও দ্রুততায় এগিয়ে সিরি ‘আ’। এখানে যেসব ক্লাব কোচ বদল করেছে, তাদের মধ্যে মৌসুম শুরু করা কোচকে দায়িত্বে রাখা হয়েছে গড়ে ৩৫ দশমিক ৬ শতাংশ ম্যাচে।

মৌসুম শুরু করা কোচকে নিয়ে গড়ে ৫৬ দশমিক ৬ শতাংশ ম্যাচ দায়িত্ব পালনের সুযোগ দিয়েছে লা লিগার ক্লাবগুলো, যা শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ। এর বাইরে প্রিমিয়ার লিগে মৌসুম শুরু করা কোচকে সুযোগ দেওয়া হয়েছে গড়ে ৪১ দশমিক ৫ শতাংশ, বুন্দেসলিগায় গড়ে ৪১ দশমিক ৩ শতাংশ এবং লিগ আঁ-তে গড়ে ৪০ দশমিক ৮ শতাংশ ম্যাচ।

আরও পড়ুন