আজও রোনালদোকে শুরুর একাদশে রাখেননি পর্তুগালের কোচ

পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদোছবি: রয়টার্স

মরক্কোর বিপক্ষে কেমন হবে পর্তুগালের শুরুর একাদশ-এ নিয়ে কথা চলছে পর্তুগাল শেষ আটে ওঠার পর থেকেই। আলোচনাটা বেশি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর কারণেই। শেষ ষোলোতে সুইজারল্য্যান্ডের বিপক্ষে ৬-১ গোলে জেতা ম্যাচে রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। সেই ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন গনসালো রামোস। এরপর থেকেই ফুটবল বিশ্বে আলোচনা-তাহলে কি রোনালদোর আর এ বিশ্বকাপে শুরুর একাদশে নামা হবে না!

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া কোয়ার্টার ফাইনালের ম্যাচের শুরুর একাদশে রোনালদোকে রাখেননি সান্তোস। তাঁর জায়গায় আবারও খেলছেন রামোস।

আরও পড়ুন
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে বেঞ্চে জায়গা হয়েছিল রোনালদোর
ছবি: রয়টার্স

এর আগে পর্তুগালের পত্রিকা ‘রেকর্ড’ খবর দিয়েছিল, সুইজারল্যান্ড ম্যাচের শুরুর একাদশ থেকে বাদ পড়ার পর কাতার ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন রোনালদো। পরে অবশ্য পর্তুগালের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছিল-এমন কোনো ঘটনা ঘটেইনি।

রোনালদোও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন-পর্তুগাল দল একতাবদ্ধ। বাইরের কোনো শক্তি তাদের এই একতায় চিড় ধরাতে পারবে না। মিডফিল্ডার ওতাভিও-ও একই কথা বলেছিলেন সংবাদমাধ্যমকে।

আরও পড়ুন

ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের একাদশ

গোলকিপার: দিয়েগো কস্তা।

রক্ষণ: দিয়েগো দালত, পেপে, রুবেন দিয়াস, রাফায়েল গেরেরো।

মাঝমাঠ: উইলিয়াম কারভালহো, বের্নার্দো সিলভা, ওতাভিও, ব্রুনো ফার্নান্দেজ।

আক্রমণভাগ: জোয়াও ফেলিক্স, গনসালো রামোস।

আরও পড়ুন