সনকে নিয়েই দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ দল
কবে অনুশীলনে ফিরবেন, সেটি নিশ্চিত নয়। তবে সময়মতোই ফিরবেন এবং গ্রুপ পর্বের ম্যাচে খেলবেন—এমন আশায় হিউং–মিন সনকে কাতার বিশ্বকাপের দলে রেখেছে দক্ষিণ কোরিয়া। আজ চোটাক্রান্ত এই ৩০ ফরোয়ার্ডকে যুক্ত করে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তো।
টটেনহামে খেলা হিউং–মিন সন এ মাসের শুরুতে চ্যাম্পিয়নস লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে বাঁ চোখে আঘাত পেয়েছিলেন। এ জন্য অস্ত্রোপচার করাতে হয়। বিশ্বকাপ শুরুর আগে সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, এ নিয়ে সংশয়ে ছিলেন কোরিয়ান সমর্থকরা। যে সংশয় এখনো আছে।
দক্ষিণ কোরিয়া কোচ বেন্তো অবশ্য সনের খেলার ব্যাপারে আশা ছাড়ছেন না, ‘ওর সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। টটেনহামের মেডিকেল বিভাগের সঙ্গেও কথা হয়েছে। তবে কোন দিন সে অনুশীলনে ফিরতে পারবে, সেই তথ্য এখনো পাচ্ছি না।’
সন নিজেও অবশ্য খেলার জন্য উন্মুখ হয়ে আছে। গত সপ্তাহে বলেছিলেন, প্রয়োজনে প্রোটেকটিভ মাস্ক পরে খেলবেন।
আজ দল ঘোষণার সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়া কোচ জানান, সনের দলে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন তিনি, ‘এখন আমাদের অপেক্ষা করতে হবে। প্রতিদিন তাঁর চিকিৎসা–পরবর্তী পুনর্বাসন পর্যবেক্ষণে রাখতে হবে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো সময় আছে। সে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠলে এবং সুস্থির বোধ করলে তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
টানা দশম বিশ্বকাপ খেলতে যাওয়া দক্ষিণ কোরিয়া এবার ‘এইচ’ গ্রুপে। ২৪ নভেম্বর প্রথম ম্যাচের প্রতিপক্ষ উরুগুয়ে। পরের দুটি ম্যাচ ২৮ নভেম্বর (ঘানা) ও ২ ডিসেম্বর (পর্তুগাল)।
দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ দল:
গোলকিপার: কিম সিয়ং–গু, জো হিয়ন–উ, সং বাম–কিউন।
ডিফেন্ডার: কিম মিন–ইয়ায়ে, কিম ইয়ং–গোন, কোন কুয়াং–ওন, চো ইউ–মিন, কিম মুন–হন, ইয়ুন জং–গু, কিম তাই–হন, কিম জিন–সু, হং চুল।
মিডফিল্ডার: জাং উ–ইয়ং, সন জুন–হো, পাইক সিয়ুং–হো, হং ইন–বিওম, লি জায়ে–সাং, কোন চাং–হুন, ইয়ং উ–ইয়ং, লি কাং–ইন, সন হিউং–মিন, হাং হি–চান, না সাং–হো, সং মিন–কু।
ফরোয়ার্ড: হাং উই–জো, চো গু–সাং।