আর্জেন্টিনার ‘নতুন মেসি’কে পেতে রিয়াল–পিএসজি–ম্যান সিটির লড়াই

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার ‘নতুন মেসি’ ক্লদিও এচেভেরিছবি : টুইটার

লাতিন আমেরিকার কিশোর প্রতিভাদের ইউরোপীয় ফুটবলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে রিয়াল মাদ্রিদের জুড়ি মেলা ভার। বর্তমান দলটার অপরিহার্য অংশ হয়ে যাওয়া ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, ফেদে ভালর্ভেদেরা তো তাঁরই প্রমাণ।

ভবিষ্যৎ ভাবনায় ব্রাজিলের নতুন ‘বিস্ময় বালক’ এন্দরিক ফেলিপেকে আগেভাগেই কিনে রেখেছে রিয়াল। আগামী বছরের জুলাইয়ে সাও পাওলোর ক্লাব পালমেইরাস ছেড়ে মাদ্রিদে যাবেন ১৬ বছর বয়সী এন্দরিক। এবার শোনা যাচ্ছে, আর্জেন্টিনার ‘নতুন মেসি’কেও দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে ইউরোপের সফলতম ক্লাবটি।

আর্জেন্টিনার ‘নতুন মেসি’র নাম ক্লদিও এচেভেরি। ইউরোপীয় মিডিয়া এই নাম দিলেও আর্জেন্টাইনরা তাঁকে ‘এল দিয়াব্লিতো’(ছোট্ট অধিপতি) নামে চেনে। দলবদল–বিষয়ক সংবাদমাধ্যম ‘ফিচাহেস’ বলছে, রিভারপ্লেটের এই বিস্ময় বালকের ওপর পাখির চোখ করে রেখেছে রিয়াল ও ম্যানচেস্টার সিটি। ১৭ বছর বয়সী ফরোয়ার্ডকে নিজেদের করে নেওয়ার চেষ্টায় আছে পিএসজিও। আসছে গ্রীষ্মকালীন দলবদলেই এচেভেরির জন্য হতে যাচ্ছে স্প্যানিশ, ইংলিশ ও ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের ত্রিমুখী লড়াই।

গত মাসে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে ঘরের মাঠে প্রীতি ম্যাচ খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সে সময় জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন এচেভেরি। স্বাভাবিকভাবেই ট্রেনিং ক্যাম্পে লিওনেল মেসির সান্নিধ্য পেয়েছেন ‘নতুন মেসি’। বিশেষ দিনটির স্মৃতিচারণ করতে গিয়ে এচেভেরি বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে ট্রেনিংয়ের দিনটি কখনো ভুলব না। মেসির সঙ্গে দেখা হওয়া স্বপ্নপূরণের মতো। এখনো বিশ্বাস হয় না। তিনি কতটা ভালো মানুষ বলে বোঝাতে পারব না। তিনি সবার জন্য উদাহরণ।’

অনূর্ধ্ব–১৭ কোপা আমেরিকা (দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) খেলতে এই মুহূর্তে ইকুয়েডরে আছেন এচেভেরি। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে পরের রাউন্ডে তোলার পেছনে তাঁর অবদানই সবচেয়ে বেশি। নিজে করেছেন ৩ গোল, সতীর্থদের গিয়ে করিয়েছেন ৩টি।

অনূর্ধ্ব–১৭ কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন এচেভেরি
ছবি : টুইটার

২০১৭ সাল থেকে রিভারপ্লেট যুব একাডেমিতে খেলছেন এচেভেরি। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তাঁর। তবে রিয়াল, সিটি, পিএসজি এ মৌসুম শেষেই তাঁকে ছাড়িয়ে নিতে চাইছে। এই তিন পরাশক্তির দৌড়ে এখন পর্যন্ত রিয়ালই এগিয়ে।

আরও পড়ুন

অদূর ভবিষ্যতে আরও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে বেশ কিছুদিন আগে থেকেই এচেভেরির ওপর নজর রাখতে শুরু করেছে রিয়ালের অনুসন্ধানী দল। এচেভেরির বেশ কয়েকটি ম্যাচের ভিডিও নাকি মনোযোগ দিয়ে দেখেছেন লস ব্লাঙ্কোস সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তরুণ ফরোয়ার্ডের কৌশলগত দক্ষতা, কঠিন পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য নাকি মনে ধরেছে পেরেজের। এচেভেরিকে ছাড়িয়ে নিতে প্রয়োজনে পেরেজ রিভারপ্লেট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানিয়েছে দলবদল–বিষয়ক সংবাদমাধ্যম ‘ফিচাহেস’।

অনূর্ধ্ব–১৭ কোপা আমেরিকায় এখন পর্যন্ত ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন এচেভেরি
ছবি : টুইটার

উদীয়মান তারকা এচেভেরির ওপর পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিরও চোখ পড়েছে। সম্প্রতি দুই আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ ও মাক্সিমো পেরোনকেও দলে ভিড়িয়েছে সিটিজেনরা। এচেভেরিরই ক্লাব রিভারপ্লেট থেকে আসা আলভারেজ তো বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলে লিওনেল মেসির আক্রমণের বিশ্বস্ত সঙ্গী হয়ে ছিলেন। তারকাসমৃদ্ধ পিএসজিও এখন তারুণ্যে ঝুঁকতে চাচ্ছে। ক্লাবটির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস এচেভেরির মধ্যে অনন্য প্রতিভা খুঁজে পেয়েছেন। এচেভেরির ব্যাপারে ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে আলোচনা করবেন কাম্পোস।

আরও পড়ুন

যদিও স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’ বলছে, ম্যান সিটি নয়; এচেভেরিকে দলে টানতে রিয়ালের সঙ্গে লড়াই হবে পিএসজির। গত বছর রিভারপ্লেটের সঙ্গে সর্বশেষ চুক্তি করেছেন ‘নতুন মেসি’। চুক্তিপত্রে তাঁর অব্যাহতি মূল্য লেখা আছে ২৫ মিলিয়ন ইউরো (২৮৯ কোটি টাকা)। তবে ইউরোপীয় দলবদলের বাজারে এচেভেরির কদর বেড়ে যাওয়ায় রিভারপ্লেটের চাহিদাও বেড়েছে। এখন তারা দ্বিগুণ দাম হাঁকাচ্ছে। মানে, ৫০ মিলিয়ন ইউরো (৫৭৮ কোটি টাকা)।

ব্রাজিলের এন্দরিক নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে
ছবি : টুইটার

এর আগে ব্রাজিলের তরুণ সেনসেশন এন্দরিককেও পেতে উঠেপড়ে লেগেছিল পিএসজি। কিন্তু রিয়ালের সঙ্গে পেরে ওঠেনি। তবে এবার ‘নতুন মেসি’কে পাওয়ার দৌড়ে রিয়ালকে ছাড় দিতে নারাজ আসল মেসির বর্তমান ক্লাব।