‘এল ক্লাসিকো আবার আয়োজন করা হোক’—দাবি লাপোর্তার

এল ক্লাসিকোর আবার আয়োজন চান বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তাএএফপি

রিয়ালের কাছে এবারের এল ক্লাসিকোর হারটি মানতেই পারছে না বার্সেলোনা। ক্লাবটির সমর্থক থেকে শুরু করে কোচ-কর্মকর্তা, এমনকি সভাপতি পর্যন্ত মনে করছেন, তাঁদের সঙ্গে অন্যায় করা হয়েছে। সভাপতি হোয়ান লাপোর্তা তো ম্যাচটি আবার আয়োজনেরই দাবি জানিয়েছেন!

বার্সেলোনার এ ম্যাচ নিয়ে সব আপত্তি রেফারির একটি সিদ্ধান্তের কারণে। গত পরশু ম্যাচের ২৮ মিনিটে লামিনে ইয়ামালের একটি ফ্লিক থেকে বল চলে যায় রিয়ালের গোললাইনে। রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিন কোনোমতো বলটি মাঠের বাইরে পাঠান। কিন্তু বার্সেলোনার দাবি, বল গোললাইন অতিক্রম করেছিল। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে সেটিকে গোল না দিয়ে কর্নারের সিদ্ধান্ত দেন।

এর পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ বলেছিলেন, তাঁরা নিজেদের অবিচারের শিকার মনে করছেন। এদিকে বার্সেলোনার সভাপতি লাপোর্তা কাল এক ভিডিও বার্তায় ম্যাচটি আবার আয়োজনের অনুরোধ করেছেন।

আরও পড়ুন
গোললাইনে বল ঠেকাচ্ছেন রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিন। এটা নিয়েই চলছে বিতর্ক
এএফপি

চার মিনিটের ভিডিও বার্তাটি বার্সেলোনা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। সেখানে তিনি রিয়ালের বিপক্ষে ক্লাসিকোতে ভিএআরের ব্যবহার নিয়ে অভিযোগ করেছেন। এরই মধ্যে বার্সেলোনা ম্যাচের ২৮ মিনিটের সেই ঘটনার সব অডিও ভিজুয়াল ডকুমেন্ট স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে পাঠিয়েছে। একই সঙ্গে লাপোর্তা তাদের কাছে ম্যাচটি পুনরায় আয়োজনের আনুষ্ঠানিক অনুরোধও করেছেন।

ম্যাচের ৬ মিনিটেই ক্রিস্টেনসেনের গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের ১৮ মিনিটের গোলে সমতায় ফেরে তারা। এরপর ২৮ মিনিটে ঘটে ওই ঘটনা। গোললাইন বিতর্ককে পেছনে ফেলে ৬৯ মিনিটে ফেরমিন লোপেজের গোলে আবারও এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু ৭৩ মিনিটে লুকাস ভাসকেজ আর যোগ করা সময়ের প্রথম মিনিটে জুড বেলিংহামের গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

আরও পড়ুন