২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

চেলসিতে ফিরেই পরাজয়ের স্বাদ ল্যাম্পার্ডের

দ্বিতীয় মেয়াদের শুরুটা ভালো হয়নি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডেরছবি: রয়টার্স

২০১৯ থেকে ২০২১—দুই বছর চেলসির কোচ হিসেবে কাজ করেছেন দলটির সাবেক মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সেই দুই বছরে কোনো কিছু না জেতা ল্যাম্পার্ড নিজ থেকেই চাকরি ছেড়ে চলে যান।

গ্রাহাম পটার বরখাস্ত হওয়ার পর ল্যাম্পার্ড আবার চেলসির দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে। তবে দ্বিতীয় মেয়াদের শুরুটা তাঁর ভালো হয়নি। আজ উলভারহ্যাম্পটনের কাছে ১–০ গোলের হার দিয়ে শুরু হয়েছে ল্যাম্পার্ডের দ্বিতীয় অধ্যায়।

এমন নয় যে ম্যাচে খুব খারাপ খেলেছে চেলসি। উলভসের মাঠে বলের দখল রেখেছে তারা ৬২ শতাংশ। গোলে শট নিয়েছে ১৩টি। কিন্তু সেই ১৩ শটের মাত্র একটিই লক্ষ্যে রাখতে পেরেছে ব্লুজরা। সেই শটটি থেকেও গোল পায়নি তারা।

আরও পড়ুন

অন্যদিকে মাত্র ৩৮ শতাংশ বলের দখল রাখা উলভস চেলসির গোলে শট নিয়েছে ৯টি। এর মধ্যে ৪টি শট লক্ষ্যে রাখতে পেরেছে তারা। যার একটি থেকে ৩১ মিনিটে জয়সূচক গোলটি করেছেন মাথিয়াস নুনেস।

উলভারহ্যাম্পটনের কাছে ১–০ গোলের হার চেলসির
ছবি: রয়টার্স

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া ল্যাম্পার্ডের প্রথম ম্যাচে হারের পর ৩০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে চেলসি। এই জয়ের পরও সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উলভস।

আরও পড়ুন