২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

প্রতি মৌসুমেই একই প্রশ্ন শুনে গার্দিওলা কি বিরক্ত

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাছবি: এএফপি

শুধু ইচ্ছে করলেই হয় না, উপায়ও বের করতে হয়। ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে পেপ গার্দিওলা সেই উপায়ই বের করতে পারছেন না। ইচ্ছের কোনো কমতি নেই কিন্তু চ্যাম্পিয়নস লিগ জয়ের পথটাই তো বের করা যাচ্ছে না। স্কোয়াডে তারকা খেলোয়াড়ের অভাব নেই। ঘরোয়া লিগেও মৌসুমের পর মৌসুম ধরে দাপট ছড়াচ্ছে দল। কিন্তু চ্যাম্পিয়নস লিগ? শিরোপাটা অধরাই থেকে যাচ্ছে।

ইউরোপসেরার এ টুর্নামেন্টে আজ বাংলাদেশ সময় রাতে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে সিটি। এ ম্যাচের আগে কাল সংবাদ সম্মেলনে গার্দিওলা ঘুরেফিরে সেই চেষ্টার কথাই বললেন। আর সে প্রসঙ্গে একটু বিরক্তির সুরেই মনে করিয়ে দিয়েছেন বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানকে।

আরও পড়ুন

বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৬ সালে সিটির কোচ হয়ে আসেন গার্দিওলা। এরপর তাঁর হাত ধরে চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। লিগ কাপ জিতেছে চারবার ও এফএ কাপ একবার জিতেছে। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। অথচ এই গার্দিওলাই বার্সেলোনার কোচ হিসেবে দুবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। সিটির কোচ হিসেবে টানা ছয় মৌসুম চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন গার্দিওলা। ২০২১ সালে খেলেছেন ফাইনালে। তবু শিরোপাটা জিততে পারেননি।

সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন উঠেছিল, গার্দিওলা সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চান ভালো কথা, কিন্তু সেই চাওয়া কতটা? স্প্যানিশ কোচের উত্তর, ‘অনেক।’ এরপর ব্যাখ্যা করলেন, ‘আমরা তো জিততেই চাই। এখন সামনে দুটো ম্যাচ। কাল থেকে শুরু হচ্ছে (লড়াই)। প্রতি মৌসুমেই এই প্রশ্ন শুনতে হয়। যেসব দলের মুখোমুখি হই তারাও ভালো দল। আমরাও জিততে চাই এবং এই স্বপ্নই দেখতে চাই। তার অর্থ এই নয় যে আমরা এবার জিততে যাচ্ছি।’ এরপর সংবাদকর্মীদের পাল্টা একটি প্রশ্ন করেন গার্দিওলা, ‘মাইকেল জর্ডান ৬বার এনবিএ জিতেছে। সে কয় বছর খেলেছে? ১৬ বছর।’

আরও পড়ুন
আরও পড়ুন

২০২১ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে টমাস টুখেলের চেলসির বিপক্ষে হেরেছিল সিটি। সে স্মৃতি নিশ্চয়ই মনে আছে গার্দিওলার। সময়ের পালাবদলে সেই টুখেল এখন বায়ার্নের কোচ। দুই বছর আগের ফাইনালে টুখেলের কাছে সেই হারের পর এই প্রথম জার্মান কোচের মুখোমুখি হবেন গার্দিওলা।