রোনালদোদের কাছে হারার পর চাকরি গেল আর্জেন্টাইন ক্রেসপোর

হার্নান ক্রেসপোকে ছাঁটাই করেছে আল–আইনহার্নান ক্রেসপোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে

মাত্র ছয় মাস আগে তাঁর অধীন খেলা আল–আইন এএফসি চ্যাম্পিয়নস লিগ জিতেছে। জায়গা করে নিয়েছে আগামী বছরের ফিফা ক্লাব বিশ্বকাপেও। তবে এসব সাফল্য হার্নান ক্রেসপোর চাকরিকে সুরক্ষা দিতে পারেনি। ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের কাছে বড় হারের এক দিন পরেই আর্জেন্টাইন এই কোচকে বরখাস্ত করেছে আল–আইন।

মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে আল নাসরের কাছে ৫–১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে আল–আইন। জয় ছিল না আগের তিন ম্যাচেও। সব মিলিয়ে চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে পশ্চিমাঞ্চলের পয়েন্ট তালিকায় ১২ দলের মধ্যে সবার শেষে অবস্থান আল–আইনের।

আর্জেন্টাইন ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ক্রেসপো কোচিংয়ে আছেন ২০১৪ সাল থেকে। ব্রাজিলের সাও পাওলো এবং কাতারের আল–দুহাইল ঘিরে সংযুক্ত আরব আমিরাতের আল–আইনে যোগ দেন গত নভেম্বরে। এর ছয় মাস পর এ বছরের মে মাসে এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়নস লিগ জেতান আল–আইনকে। আবুধাবিভিত্তিক ক্লাবটি দুই লেগের ফাইনালে হারায় জাপানের ইয়োকোহামা এফ. মেরিনোসকে।

২১ বছর পর আল–আইনকে এএফসি চ্যাম্পিয়নস লিগ জেতানো সাফল্যের ধারা অবশ্য বেশি দিন থাকেনি। নতুন মৌসুমে সেপ্টেম্বর থেকে পথ হারাতে থাকে আল–আইন। ইউএই প্রো লিগে পাঁচ ম্যাচ খেলে আল–আইনের পয়েন্ট মাত্র ৮, লিগে ১৪ দলের মধ্যে অবস্থান আটে।

আরও পড়ুন

২০২২–২৩ মৌসুমে রানার্সআপ আর ২০২৩–২৪ মৌসুমে তৃতীয় হওয়া দলটি এবার শুরুতেই অনেকটা পিছিয়ে যাওয়ায় ক্রেসপোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ, যা আল নাসরের কাছে বড় হারের পর চূড়ান্তভাবে কোচকে জানিয়ে দেওয়া হয়। ক্রেসপোকে ছাঁটাইয়ের খবর দেওয়া বিবৃতিতে আল–আইনের সাম্প্রতিক ফল ‘প্রত্যাশিত মাত্রা’র নয় বলে উল্লেখ করা হয়েছে।