আল হিলাল নিয়ে এমবাপ্পে নীরবতা ভাঙলেন টুইটারে

পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেছবি : এএফপি

ফুটবল–বিশ্বে এখন আলোচনা একটাই—কিলিয়ান এমবাপ্পের দলবদল। গতকাল সৌদি আরবের ক্লাব আল হিলাল ফরাসি স্ট্রাইকারকে পেতে পিএসজিকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়ার পর ফুটবল–বিশ্বে রীতিমতো ঝড়ই উঠেছে।

শুধু ফুটবল–বিশ্ব কেন, পুরো খেলার জগৎই এ নিয়ে আলোচনায় ব্যস্ত। সেটা হবে নাই–বা কেন, আল হিলাল শুধু পিএসজিকে বিশ্ব রেকর্ড গড়া ট্রান্সফার ফির প্রস্তাবই দেয়নি, এমবাপ্পেকে তারা বছরে দিতে চেয়েছে ৬৯ কোটি ৫০ লাখ ইউরো!

এমবাপ্পের এই লোভনীয় প্রস্তাব নিয়ে মজা করেছেন দুই বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও জিয়ান্নিস আন্তেতোকুন্মপো। লেব্রন জেমস টুইট করেছেন, এক বছরের চুক্তিতে তিনি সৌদি আরবের প্রো লিগের দল আল হিলালে যেতে চান।

আরও পড়ুন

নাইজেরিয়ান বংশোদ্ভূত গ্রিক বাস্কেটবল তারকা আন্তেতোকুন্মপো লিখেন, ‘আল হিলাল, তোমরা আমাকে নিতে পারো। আমি দেখতে কিলিয়ান এমবাপ্পের মতো।’

পিএসজি প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলার জন্য এই মুহূর্তে জাপানে আছে। সেখানে তারা আজ বাংলাদেশ সময় ৪টা ২০ মিনিটে সৌদি আরবেরই ক্লাব ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে নামবে। কিন্তু এই সফরের পিএসজি দলে নেই এমবাপ্পে। তাঁকে বাদ দিয়েই এশিয়া সফরে গেছে প্যারিসের ক্লাবটি।

এমবাপ্পে আপাতত প্যারিসে থাকলেও দলবদলের ব্যাপারে কথা বলতে এখন পর্যন্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। তবে পিএসজির ফরাসি ফুটবলার আল হিলালের প্রস্তাব নিয়ে নীরবতা ভেঙেছেন টুইটারে ‘হেসে’! আন্তেতোকুন্মপোর টুইটের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি একরাশ হাসির ইমোজি দিয়ে।

আরও পড়ুন
কোথায় যাবেন কিলিয়ান এমবাপ্পে?
রয়টার্স

গত মাসে চিঠি দিয়ে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করার বিষয়টি জানানোর পর এমবাপ্পের দলবদল নিয়ে আলোচনা শুরু হয়। চিঠি পেয়ে পিএসজি তাঁকে এবারের দলবদলেই বিক্রি করার জন্য উঠেপড়ে লাগে।

গুঞ্জন ওঠে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাবেন। কিন্তু এ মৌসুমে নয়। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে আগামী মৌসুমে। কারণ, চুক্তির মেয়াদ শেষ করলে তিনি বিশাল অঙ্কের ‘আনুগত্য’ বোনাস পাবেন। কিন্তু পিএসজি তাঁকে মুক্ত খেলোয়াড় হিসেবে ছাড়তে চায় না। তাহলে যে ট্রান্সফার পাবে না তারা। রিয়াল আবার এমবাপ্পের মুক্ত খেলোয়াড় হওয়ার অপেক্ষায় আছে।

এর মধ্যেই আল হিলাল প্রস্তাব নিয়ে এসেছে। এতে রাজিও হয়ে গেছে পিএসজি। তারা আল হিলালকে এমবাপ্পের সঙ্গে আলোচনায় বসতে বলেছে।

আরও পড়ুন