এমবাপ্পে চান, মেসিকে রেখে দিক পিএসজি
দৃশ্য ১: লিওনেল মেসির ভবিষ্যৎ এখনো ঠিক হয়নি। এ মৌসুমের শেষে পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু এখনো নতুন চুক্তি নিয়ে একমত হতে পারেনি দুই পক্ষ। কখনো গুঞ্জন শোনা যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বার্সেলোনায় নাম লেখাবেন। কখনো আবার শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল তাঁকে পেতে চাইছে। কেউ কেউ আবার বলছেন এমএলএসের দল ইন্টার মায়ামি চায় তাঁকে।
দৃশ্য ২: চোটের কারণে পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে ছিটকে পড়েছেন নেইমার। এই ফাঁকে পিএসজিতে মেসি-এমবাপ্পে জুটি বেশ জমে উঠেছে। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লি ‘আঁ’তে এমবাপ্পের ২২ গোলের ১০টিই এসেছে মেসির অ্যাসিস্ট থেকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক দলের নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে এতগুলো অ্যাসিস্ট করেননি আর কেউ।
এ দুটি দৃশ্য থেকে দুটি প্রশ্ন সামনে এসে পড়েছে। প্রথমটি—মেসির ভবিষ্যৎ আসলে কী? দ্বিতীয় প্রশ্ন—মেসিকে কি ছাড়তে চাইবেন এমবাপ্পে? পিএসজির হয়ে একটি চ্যাম্পিয়নস লিগ জেতার জেদ যেন চেপে বসেছে এমবাপ্পের মধ্যে। আর সেই জেদ পূরণ করতে হলে মেসিকে পাশে পাওয়াটা যে খুব দরকার, এটা খুব ভালো করেই জানেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড।
সব মিলিয়ে ফরাসি সংবাদমাধ্যমের খবর, মেসিকে পিএসজি ছেড়ে অন্য কোথাও যেতে দিতে চান না এমবাপ্পে। লেকিপ খবর ছেপেছে, যেকোনো মূল্যে মেসিকে পিএসজিতে রাখতে চান তিনি।
শুধু মেসিই যে এমবাপ্পেকে দিয়ে গোল করাচ্ছেন, তা নয়। এমবাপ্পেও মাঠে মেসিকে খুঁজে নিতে ভালোবাসেন। ২০২১ সালে মেসি পিএসজিতে নাম লেখানোর পর সব মিলিয়ে তিনি এমবাপ্পেকে অ্যাসিস্ট করেছেন ১৯টি। এমবাপ্পেও মেসিকে দিয়ে করিয়েছেন ১১টি গোল।
এখন দেখার বিষয়, আগামী মৌসুমে এ যুগলবন্দী পিএসজিতে থাকে কি না। মেসির নতুন চুক্তি নিয়ে মূল বাধাটা এমবাপ্পে আর তাঁর বেতনের পার্থক্য। গুঞ্জন আছে, মেসি পিএসজিতে এমবাপ্পের সমান বেতন চাইছেন। আর পিএসজি তাঁকে এমবাপ্পের সমান বেতন দিতে কিছুতেই রাজি নয়। এখন এমবাপ্পেই যদি মেসিকে রাখতে চায়, তাহলে পিএসজি নতুন করে ভাবলেও ভাবতে পারে।